ই শিক্ষার মাধ্যমে এই পর্বে Sahaj path class 2 poem with question answers-“হাট” এই সহজ পাঠ কবিতা হইতে কিছু শূন্যস্থান পূরণ,শব্দার্থ,বিপরীত শব্দ,বাক্য গঠন ও প্রশ্ন উত্তর তুলে ধরা হইলো যা আপনার শিশুর কাজে আসতে পারে।
কবিতা-হাট
কবি-রবিন্দ্রনাথ ঠাকুর
কুমোর-পাড়ার গোরুর গাড়ি-
বোঝাই-করা কলসি-হাঁড়ি।
গাড়ি চালায় বংশীবদন,
সঙ্গে-যে যায় ভাগ্নে মদন।
হাট বসেছে শুক্রবারে
বক্সিগঞ্ছে পদ্মাপারে।
জিনিসপত্র জুটিয়ে এনে
গ্রামের মানুষ বেচে কেনে।
উচ্ছে বেগুন পটল মুলো,
বেতের বোনা ধামা কুলো,
সর্ষে ছোলা ময়দা আটা,
শীতের রেপার নক্সাকাটা
ঝাঁঝরি কড়া বেড়ি হাতা,
শহর থেকে সস্তা ছাতা।
কলশি ভরা এখো গুড়ে
মাছি যত বেড়ায় উড়ে।
খড়ের আঁটি নৌকো বেয়ে
আনল ঘাটে চাষির মেয়ে।
অন্ধ কানাই পথের পরে
গান শুনিয়ে ভিক্ষা করে।
পাড়ার ছেলে স্নানের ঘাটে
জল ছিটিয়ে সাঁতার কাটে।।
নং |
শূন্যস্থান |
উত্তর |
১ |
কুমোর-পাড়ার
…………………………………………………………।
|
গোরুর
গাড়ি- |
২ |
বোঝাই-করা
………………………………..।
|
কলসি-হাঁড়ি |
৩ |
গাড়ি চালায়…………………………………….,
|
বংশীবদন |
৪ |
সঙ্গে-যে যায় ভাগ্নে
………………………………………।
|
মদন |
৫ |
হাট বসেছে
…………………………………..।
|
শুক্রবারে |
৬ |
বক্সিগঞ্ছে
………………………………………….।
|
পদ্মাপারে |
৭ |
…………………………………….মানুষ
বেচে কেনে।
|
গ্রামের |
৮ |
উচ্ছে বেগুন
…………………….. মুলো।
|
পটল |
৯ |
………………………………বোনা
ধামা কুলো।
|
বেতের |
১০ |
…………………………..ছোলা
ময়দা আটা।
|
সর্ষে |
১১ |
……………………………..রেপার
নক্সাকাটা।
|
শীতের |
১২ |
…………………………..কড়া বেড়ি
হাতা।
|
ঝাঁঝরি |
১৩ |
শহর থেকে সস্তা
……………………………..।
|
ছাতা |
১৪ |
কলশি ভরা
………………………….. গুড়ে।
|
এখো |
১৫ |
……………………..যত বেড়ায়
উড়ে।
|
মাছি |
১৬ |
……………………..আঁটি নৌকো
বেয়ে।
|
খড়ের |
১৭ |
আনল ঘাটে
………………………….. মেয়ে।
|
চাষির |
১৮ |
অন্ধ ………………………..
পথের পরে।
|
কানাই |
১৯ |
……………………………শুনিয়ে
ভিক্ষা করে।
|
গান |
২০ |
পাড়ার ছেলে
………………………….. ঘাটে।
|
স্নানের |
২১ |
জল ছিটিয়ে
……………………………. কাটে। |
সাঁতার |
নং |
শব্দ |
|
শব্দার্থ |
১ |
কুমোর- |
১ |
কুমোর-যে মাটি দিয়ে পাত্র বানায় |
২ |
বোঝাই- |
২ |
বোঝাই-ভর্তি |
৩ |
সঙ্গে- |
৩ |
সঙ্গে-সাথে |
৪ |
ভাগ্নে- |
৪ |
ভাগ্নে-বোনের ছেলে |
৫ |
হাট- |
৫ |
হাট-গ্রামের বাজার |
৬ |
জুটিয়ে- |
৬ |
জুটিয়ে-জোগাড় করা |
৭ |
বেচে- |
৭ |
বেচে-বিক্রি করে |
৮ |
বোনা- |
৮ |
বোনা-বানায় |
৯ |
নক্সাকাটা- |
৯ |
নক্সাকাটা-আঁকাজোকা |
১০ |
সস্তা- |
১০ |
সস্তা-কম দাম |
১১ |
ভরা- |
১১ |
ভরা-ভর্তি |
১২ |
এখো- |
১২ |
এখো-আখের |
১৩ |
আঁটি- |
১৩ |
আঁটি-বাণ্ডিল |
১৪ |
মেয়ে- |
১৪ |
মেয়ে-কন্যা |
১৫ |
ভিক্ষা- |
১৫ |
ভিক্ষা-হাত পেতে চাওয়া |
নং |
শব্দ |
|
বিপরীত
শব্দ |
১ |
বোঝাই- |
১ |
বোঝাই-খালি |
২ |
সঙ্গে- |
২ |
সঙ্গে-একা |
৩ |
ভাগ্নে- |
৩ |
ভাগ্নে-ভাগ্নি |
৪ |
হাট- |
৪ |
হাট-বাজার |
৫ |
জুটিয়ে- |
৫ |
জুটিয়ে-না জুটিয়ে |
৬ |
গ্রাম- |
৬ |
গ্রাম-শহর |
৭ |
মানুষ- |
৭ |
মানুষ-অমানুষ |
৮ |
বেচে- |
৮ |
বেচে-কিনে |
৯ |
শীত- |
৯ |
শীত-গ্রীষ্ম |
১০ |
সস্তা- |
১০ |
সস্তা-দামি |
১১ |
ছেলে- |
১১ |
ছেলে-মেয়ে |
১২ |
জল- |
১২ |
জল-স্থল |
নং |
শব্দ |
|
বাক্য
গঠণ |
১ |
কুমোর |
১ |
কুমোর-কুমোর মাটি দিয়ে কলসি বানাই। |
২ |
গোরুর গাড়ি |
২ |
গোরুর গাড়ি-চাষি গোরুর গাড়ি করে ধান নিয়ে যায়। |
৩ |
বোঝাই |
৩ |
বোঝাই-গরুর গাড়ি বোঝাই ধান আছে। |
৪ |
হাট |
৪ |
হাট-গ্রামে সপ্তাহে হাট বসে। |
৫ |
জুটিয়ে |
৫ |
জুটিয়ে-হাটে সব কিছু গ্রামবাসি জুটিয়ে আনে। |
৬ |
গ্রাম |
৬ |
গ্রাম-আমাদের গ্রামটি ছোটো। |
৭ |
বেতের |
৭ |
বেতের-গ্রামে বেতের নানা জিনিস তৈরি হয়। |
৮ |
নক্সাকাটা |
৮ |
নক্সাকাটা-গ্রামে মাটির দেওয়ালে নানা নক্সাকাটা
থাকে। |
৯ |
সস্তা |
৯ |
সস্তা-আজ বাজারে মাছের দাম সস্তা। |
১০ |
কলসি |
১০ |
কলসি-গ্রামে মেয়েরা কলসি করে জল আনে। |
১১ |
এখো গুড় |
১১ |
এখো গুড়-
কলসি ভরা এখো
গুড় আছে। |
১২ |
মাছি |
১২ |
মাছি- মাছি নানা রোগ ছড়ায়। |
১৩ |
আঁটি |
১৩ |
আঁটি-মেয়েটি খড়ের আঁটি নিয়ে যায়। |
১৪ |
ভিক্ষা |
১৪ |
ভিক্ষা-ভিক্ষারী ভিক্ষা করে । |
১৫ |
সাঁতার |
১৫ |
সাঁতার-ছেলেটি পুকুরে সাঁতার কাটে। |
প্রশ্নও উত্তর
১) কোথাকার গরুর গাড়ি ?
উঃ-কুমোর-পাড়ার গোরুর গাড়ি।
২) গরুর গাড়ি বোঝাই কি আছে?
উঃ-গরুর গাড়ি বোঝায় কলসি হাঁড়ি আছে।
৩) গরুর গাড়ি কে চালায় ?
উঃ-গরুর গাড়ি চালায় বংশীবদন।
৪) গরুর গাড়ির সঙ্গে আর কে চলেছে?
উঃ-গরুর গাড়ির সঙ্গে আর ভাগ্নে
মদন চলেছে।
৫) গ্রামে হাট কি বার বসেছে ?
উঃ-গ্রামে হাট শুক্রবার বসেছে।
৬) গ্রামে হাট কোথায় বসেছে?
উঃ-গ্রামে হাট বক্সিগঞ্ছের পদ্মাপারে বসেছে।
৭) গ্রামের মানুষ জিনিস পত্র জুটিয়ে কোথায় আনে?
উঃ-গ্রামের মানুষ জিনিস পত্র জুটিয়ে হাটে আনে।
৮) হাটে গ্রামের মানুষ কি করে ?
উঃ-হাটে গ্রামের মানুষ কেনা বেচা করে।
৯) হাটে
কি কি বিক্রি হচ্ছে ?
উঃ-হাটে উচ্ছে, বেগুন, পটল, মুলো,সর্ষে, ছোলা, ময়দা, আটা,ঝাঁঝরি,
কড়া, বেড়ি ,হাতা, বেতের বোনা ধামা কুলো,ছাতা,এখো গুড় প্রভৃতি বিক্রি হচ্ছে।
১০) হাটে শহর থেকে কি আসে ?
উঃ-হাটে শহর থেকে সস্তা ছাতা আসে।
১১) হাটে কলসি ভরা কি আছে?
উঃ-হাটে কলসি ভরা এখো গুড় আছে।
১২) মাছি কোথায় উড়ে বেড়ায় ?
উঃ-কলসি ভরা এখো গুড়ের উপর মাছি উড়ে বেড়ায়।
১৩) চাষির মেয়ে নৌকো বেয়ে কি আনছে ?
উঃ-চাষির মেয়ে নৌকো বেয়ে খড়ের আঁটি আনছে।
১৪) কে পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে ?
উঃ-অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে।
১৫) পাড়ার ছেলে কোথায় সাঁতার কাটে?
উঃ-পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে।
Previous Class-----------------visit now
,
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message