Sahaj path class 2 story with question answers | বাদল করেছে মেঘের রঙ ঘন নীল (পর্ব-১)
ই শিক্ষার মাধ্যমে এই পর্বে Sahaj path class 2 story with question answers-"বাদল করেছে মেঘের রঙ ঘন নীল"-তুলে ধরা হয়েছে এবং এই সহজ পাঠ গল্প হইতে কিছু শূন্যস্থান পূরণ,শব্দার্থ,বিপরীত শব্দ ,বাক্য গঠন ও প্রশ্ন উত্তর তুলে ধরা হইলো যা আপনার শিশুর কাজে আসতে পারে।
সহজ পাঠ
দ্বিতীয় শ্রেণী
পর্ব-১
বিষয়-বাদল
করেছে,মেঘের রং ঘন নীল |
“বাদল করেছে । মেঘের রং ঘন নীল । ঢং ঢং করে নটা বাজল ।বংশু ছাতা মাথায় কোথায় যাবে ? ও যাবে সংসার বাবুর বাসায় । সেখানে কংস-বধের অভিনয় হবে ।আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন । কংস-বধ অভিনয় তাঁকে দেখাবে । বাংলাদেশে তাঁর বাড়ি নয় । তিনি পাংশুপুরের রাজা ।সংসার-বাবু তাঁরই সংসারে কাজ করেন ।কংলা ,তুই বুঝি সংসার-বাবুর বাসায় চলেছিস ? সেখানে কংস-বধে সং সাজতে হবে । কাংলা তোর ঝুড়িতে কি ? ঝুড়িতে আছে পালং শাক,পিড়িং শাক,ট্যাংরা মাছ,চিংড়ি মাছ । সংসার বাবুর মা চেয়েছেন ।” |
শূন্যস্থান
পূরণ করো |
নং |
শূন্যস্থান
পূরণ
করো |
উত্তর |
১ |
বাদল দিনে
মেঘের রং…………… |
ঘন
নীল |
২ |
ঢং ঢং করে
…………….বাজল |
নটা |
৩ |
বংশু ছাতা
মাথায়……………..যাবে । |
সংসার
বাবুর বাসায় |
৪ |
সেখানে………………অভিনয়
হবে । |
কংস
বধের |
৫ |
আজ…………………….আসবেন
। |
মহারাজ
হংসরাজ সিংহ |
৬ |
…………এর বাংলাদেশে তাঁর
বাড়ি
নয়
। |
মহারাজ
হংসরাজ
সিংহ |
৭ |
মহারাজ
হংসরাজ
সিংহ…………….এর
রাজা । |
পাংশুপুরের |
৮ |
সংসার-বাবু
……………….এর সংসারে কাজ করেন । |
মহারাজ
হংসরাজ সিংহ |
৯ |
কাংলা
……………..এ চলেছে । |
সংসার-বাবু
বাসায় |
১০ |
সেখানে কংস-বধে
……… সাজতে হবে । |
সং |
১১ |
কাংলার ঝুড়িতে
আছে………….,………….,…………,……………….. । |
পালং
শাক,পিড়িং শাক,ট্যাংরা মাছ,চিংড়ি মাছ |
১২ |
পালং শাক,পিড়িং
শাক,ট্যাংরা মাছ,চিংড়ি মাছ……………….চেয়েছেন । |
সংসার
বাবুর মা |
শব্দার্থ,বিপরীত
শব্দ ও বাক্য গঠন |
শব্দার্থ |
শব্দার্থ লেখ |
সমাধান |
১)বাদল- ২)ঘন- ৩)বাসা- ৪)বধ- ৫)অভিনয়- ৬)বাড়ি- ৭)সং-
|
১)বাদল-বর্ষা ২)ঘন-গাঢ় ৩)বাসা-ঘর ৪)বধ-হত্যা ৫)অভিনয়-নাটক ৬)বাড়ি-ঘর ৭)সং-বহুরূপী |
বিপরীত
শব্দ |
বিপরীত শব্দ লেখ |
সমাধান |
১)বাদল- ২)ঘন- ৩)যাবে- ৪)সেখানে- ৫)আজ- ৬)তাঁর- ৭)রাজা- ৮)কাজ- |
১)বাদল-গ্রীষ্ম ২)ঘন-পাতলা ৩)যাবে-আসবে ৪)সেখানে-এখানে ৫)আজ-কাল ৬)তাঁর-আমার ৭)রাজা-প্রজা ৮)কাজ-অকাজ |
বাক্য
গঠন |
বাক্য
গঠন কর |
সমাধান |
১)বাদল- ২)ঘন- ৩)বাসা- ৪)বধ- ৫)অভিনয়- ৬)বাড়ি- ৭)সং- ৮)রাজা- ৯)আজ- ১০)কাজ- |
১)বাদল-বাদল মেঘে বৃষ্টি হয়। ২)ঘন-আমরা ঘন বন পথে চলেছি। ৩)বাসা-গ্রামে আমাদের বাসা। ৪)বধ-অকারণে জীব বধ করিও না। ৫)অভিনয়-আমি স্কুলে রাজার অভিনয় করেছি। ৬)বাড়ি-গ্রামের বেশি ভাগ বাড়ি কাঁচা। ৭)সং-আজ নাটকে আমি সং সাজবো। ৮)রাজা-রাজা প্রজা পালন করে। ৯)আজ-আজ আমাদের ছুটি। ১০)কাজ-বাবা কাজ করতে গিয়েছে। |
Sahaj path class 2 question answers part-1 (প্রশ্ন ও উত্তর) |
নং |
প্রশ্ন ও উত্তর |
১) |
বাদল দিনে মেঘের রং কেমন? |
উঃ |
বাদল
দিনে মেঘের রং ঘন নীল। |
২) |
ঢং ঢং করে কটা বাজল? |
উঃ |
ঢং ঢং
করে নটা বাজল। |
৩) |
বংশু ছাতা মাথায় কোথায় যাবে? |
উঃ |
বংশু
ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে। |
৪) |
সংসার বাবুর বাসায় কি হবে? |
উঃ |
সংসার
বাবুর বাসায় কংস বধের অভিনয় হবে। |
৫) |
কংস বধ অভিনয় দেখতে কে আসবেন? |
উঃ |
কংস বধ
অভিনয় দেখতে মহারাজ হংসরাজ সিংহ আসবেন। |
৬) |
বাংলাদেশে কার বাড়ি নয়? |
উঃ |
মহারাজ
হংসরাজ সিংহের বাংলাদেশে বাড়ি নয়। |
৭) |
মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? |
উঃ |
মহারাজ
হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা। |
৮) |
সংসারবাবু কার সংসারে কাজ করেন? |
উঃ |
সংসারবাবু
মহারাজ হংসরাজ সিংহের সংসারে কাজ করেন। |
৯) |
কাংলা কোথায় চলেছে? |
উঃ |
কাংলা
সংসারবাবুর বাসায় চলেছে। |
১০) |
কাংলা কংস বধ অভিনয়ে কি সাজবে? |
উঃ |
কাংলা
কংস বধ অভিনয়ে সং সাজবে। |
১১) |
কাংলার ঝুড়িতে কি কি আছে? |
উঃ |
কাংলার
ঝুড়িতে পালং শাক,পিড়িং শাক,ট্যাংরা মাছ ও চিংড়ি মাছ আছে। |
১২) |
কাংলা সবজি ও মাছ কার জন্য নিয়ে যাচ্ছে? |
উঃ |
কাংলা
সবজি ও মাছ সংসারবাবুর মায়ের জন্য নিয়ে যাচ্ছে। |
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message