Peacock essay in bengali|Essay on peacock 10 lines|Peacock paragraph in Bengali|ময়ূর রচনা
রচনা-ময়ূর
১) পৃথিবীতে যতরকম পাখি আছে তাদের মধ্যে ময়ূর সবচেয়ে সুন্দর
।
২)ময়ূর ভারতের জাতীয় পাখি এবং ভারত ময়ূরের প্রিয় বাসস্থান।
৩)গাঢ় নীল ও সোনালিতে অপূর্ব রঙিন পালকে ঢাকা গায়ের রঙ এবং
লম্বা লেজ যুক্ত হওয়ায় ময়ূর সৌন্দর্য ময়ূরীর থেকে অনেক বেশি যা মানুষকে আকর্ষন করে।
৪) ময়ূরের ডাক কর্কশ হওয়ার সত্বেও তাদের অপরূপ সৌন্দর্য সকলকে
আকর্ষণ করে।
৫) বর্ষার মেঘ দেখলে ময়ূর পেখম মেলে নাচতে শুরু করে তখন তার
অপরূপ দৃশ্য ফুটে ওঠে।
৬) ময়ূরের পেখম দিয়ে তৈরি হয় দেবতাদের মুকুটের সাজসজ্জা।
৭) এদের পেখমের সাদা ডাঁটা দিয়ে তৈরি হয় ছিপের ফাতনা।
৮)প্রকৃতির বুকে ময়ূর থাকে পাহাড়ি জঙ্গলে।
৯) ময়ূর সাপ,পোকামাকড় ও দানাশস্য প্রভৃতি খায় তবে সাপ এদের
প্রিয় খাদ্য।
১০) ময়ূরের অপরূপ সৌন্দর্যের জন্য ময়ূর ভারতের জাতীয় পাখির
স্থান পেয়েছে।
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message