ই-শিক্ষার মাধ্যমে শিশুদের বাংলা শব্দ ঝুড়ির শব্দ গঠন শেখান ।এই পর্বে আমরা অ-কার যোগে দুই,তিন ও চার অক্ষরের শব্দ তুলে ধরেছি যা আপাদের শিশুদের শব্দ শেখার উপযোগী করে ।
অ-কার যোগে দুই অক্ষরের শব্দ গঠন
শত | বট | গম | পট |
গজ | টব | দই | পথ |
মই | টব | খই | বন |
দল | ঘন | ঝড় | ফল |
ঘট | জল | সব | রথ |
কর | বল | ধর | কল |
তট | বক | খড় | দম |
মগ | সব | শখ | ছয় |
অ-কার যোগে তিন অক্ষরের শব্দ গঠন
যখন | অমল | কখন | কমল |
কলম | চয়ন | মগজ | নয়ন |
মরণ | চরণ | মলম | লবন |
গরম | চলন | পচন | চমক |
অ-কার যোগে চার অক্ষরের শব্দ গঠন
পথচল | শতদল | অজগর | মহরম |
মখমল | চমচম | সমতল | সরবত |
দমকল | দশরথ | উৎসব | জলধর |
বনপথ | খরতর | জলপথ | কতদল |
আরও পড়ান
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message