Recents in Beach

ঈ-কার যোগে শব্দ গঠন (পর্ব-২)/ Learn Bengali Two Letter Words/Bangla Sabdo Garthon/2 Letter Words

ঈ-কার যোগে শব্দ গঠন (পর্ব-২)/ Learn Bengali Two Letter Words/Bangla Sabdo Garthon/2 Letter Words
ঈ-কার যোগে শব্দ গঠন (পর্ব-২)

ঈ-কার যোগে শব্দ গঠন এর ধারাবাহিক ভাবে আমরা শিশুর উপযোগী করে তুলে ধরার চেষ্টা করেছি।আমরা এই ঈ-কার যোগে শব্দ শেখানোর জন্য শ্রেণী হিসাবে ভাগ করেছি। আমরা এখন যা কিছু তুলে ধরছি তা প্রথম শ্রেণীর উপযোগী করে ।এখানে আমরা প্রথম শ্রেণীর জন্য দুই অক্ষরের ঈ-কার যোগে শব্দ তুলে ধরেছি তিনটি পর্ব উল্লেখ করে।

প্রথম পর্বে আমরা  কিছু ঈ-কার যোগে শব্দ পড়ানো ও চেনানোর চেষ্টা করেছি  যাতে করে প্রথম দৃষ্টিতে তারা মোটামুটি ঈ-কার যোগে শব্দ গঠনের ধারোনা পাবে।


প্রথম পর্ব বিষয়ে বিস্তারিত জানুন- পর্ব-১

ঈ-কার যোগে শব্দ গঠন-পর্ব (২)

এই পর্বে আমরা শিশুদের শেখাতে চেষ্টা করেছি প্রথম ও শেষ বর্ণে ঈ-কার(ী)যোগ করে দুই অক্ষরের শব্দ গঠন করা।

এখানে  প্রথম বর্ণে ঈ-কার যোগ করে শব্দ গঠন করতে হবে-



যেমন এখানে আছে- কট,জব,তর,দন,নড়,ধর,বর,ভম,মর,শত  প্রভৃতি এই গুলির প্রথম বর্ণে ঈ-কার(ী) চিহ্ন যুক্ত করে দুই অক্ষরের ঈ-কার যোগে শব্দ গঠন করতে হবে। এখন আমরা এই গুলির প্রথম বর্ণে ঈ-কার (ী) চিহ্ন যুক্ত করে শব্দ গঠন করবো -

                                                                            কট=কীট
জব=জীব
তর=তীর
দন=দীন
নড়=নীড়
ধর=ধীর
বর=বীর
ভম=ভীম
মর=মীর
শত=শীত
এই ভাবে আমরা প্রথম বর্ণে ঈ-কার যোগ করে শব্দ গঠন করতে পারি ।এবার আমরা শেষ বর্ণে ঈ-কার যোগ করে শব্দ গঠন করবো

শেষ বর্ণে ঈ-কার(ী) যোগ করে দুই অক্ষরের শব্দ গঠন 

এখানে রয়েছে যেমন-কর,গাভ,চাচ,নান,রাগ,শশ,দাম,রান,ভার,মার প্রভৃতি

এই গুলির শেষ বর্ণে ঈ-কার(ী) চিহ্ন যুক্ত করে দুই অক্ষরের ঈ-কার যোগে শব্দ গঠন করতে হবে। এখন আমরা এই গুলির শেষ বর্ণে ঈ-কার (ী) চিহ্ন যুক্ত করে শব্দ গঠন করবো -

কর=করী
গাভ=গাভী
চাচ=চাচী
নান=নানী
রাগ=রাগী
শশ=শশী
দাম=দামী
রান=রানী
ভার=ভারী
মাস=মাসী

এই ভাবে আমরা প্রথম বর্ণে ঈ-কার যোগ করে শব্দ গঠন করতে পারি ।উপরে উল্লেখিত সম্পূর্ণ বিষয়টি আরও সহজ সরল ভাবে তুলে ধরার জন্য আমরা ভিডিও ক্লাস তৈরি করেছি যা শিশুর ঈ-কার যোগে দুই অক্ষরের শব্দ চেনাতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।

এছাড়াও প্রথম শ্রেণীর প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের PLAYLIST অনুশরণ করুন 
বাংলা             ইংরাজি             গণিত    


     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ