পর্ব-(১)-এই পর্বে আমরা ই-কার যোগে দুই অক্ষরের শব্দ
চিনেছি ও পড়েছি ।
পর্ব-(২)-এই পর্বে আমরা ই-কার যোগে দুই অক্ষরের শব্দের
অনুশীলন করেছি—১)প্রথম বর্ণে ই-কার যোগ করা । ২)দ্বিতীয় বা শেষ বর্ণে ই-কার যোগ করা।
৩) দুটি বর্ণে ই-কার যোগ করে দুই অক্ষরের শব্দ গঠন করা।
আজকের বিষয়- পর্ব- ৩
এই পর্বে আমরা আরও কিছু ই-কার যোগে শব্দের অনুশীলন শিখবো।
বিষয়-১) এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ই-কার যোগে
শব্দ গঠন করা ।
২) ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে দুই অক্ষরের ই-কার যোগে
শব্দ গঠন করা ।
৩)
একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ই-কার যোগে শব্দ গঠন করা ।
১) এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ই-কার যোগে শব্দ
গঠন করা ।
দুটি এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ই-কার যোগে শব্দ
গঠন আমরা এখন করে দেখবো উদাহরণ সহ দেখুন-
এখানে এলোমেলো বর্ণ আছে
ল তি , ড়ি প, ড়ি ঘ, মি তি, লি বি
এই বর্ণ গুলি সাজিয়ে ই-কার যোগে দুই অক্ষরের শব্দ গঠন করতে হবে ।
আমরা যদি এই বর্ণ গুলি সাজিয়ে লিখি তা হলে যে শব্দ হবে তা হলো
ল তি =তিল
ড়ি প=পড়ি
ড়ি ঘ=ঘড়ি
মি তি=তিমি
লি বি=বিলি
আমরা শিখলাম এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ই-কার যুক্ত শব্দ গঠন করা।
এবার আমরা কিছু ই-কার যোগে শব্দের শূন্যস্থান পূরণ করা শিখবো-
প........... দি...........
ডি.......... গি...........
এই বর্ণ গুলির পাশে ফাঁকা স্থান রয়েছে তা আমাদের বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।
আমরা তা সাজিয়ে লিখলে হবে -
প.....ড়ি......
ডি....ম......
দি.....দি......
গি.....রি......
আমরা শিখলাম ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে দুই অক্ষরের ই-কার যুক্ত শব্দ গঠন করা।
৩) একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ই-কার যোগে শব্দ গঠন করা ।
এবার আমরা শিখবো একটি বর্ণ দিয়ে ই-কার যোগে শব্দ গঠন করা
কি, দি, শি, তি, বি, চি, ডি, মি, হি, ঝি-এই বর্ণ গুলি দিয়ে ই-কার যোগে দুই অক্ষরের শব্দ গঠন করতে হবে।
আমরা যদি ঐ বর্ণ গুলি দিয়ে শব্দ লিখি তা হলে শব্দ গুলি হবে-
কি=কিমি
দি=দিদি
শি=শিশি
তি=তিমি
বি=বিলি
চি=চিল
ডি=ডিম
মি=মিল
হি=হিম
ঝি=ঝিল
আমরা শিখলাম একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ই-কার যুক্ত শব্দ গঠন করা।
উপরি উক্ত বিষয়টি আরও সহজ সরল ভাবে তুলে ধরার জন্য আমরা ভিডিও তৈরি করেছি যা দেখলে আপনার আমাদের শিশুরা সহজে ই-কার যোগে শব্দ গঠন শিখে যাবে বলে আমার বিশ্বাস। আশা রাখবো আপনি আপনার শিশুকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সহযোগিতা করবেন এবং আমাদের ভিডিও ক্লাসের মাধ্যমে আপনার শিশুর শিক্ষা দিতে সম্পূর্ণ ফ্রী তে চ্যনেলটি SUBSCRIBE করে আমাদের কাজের উৎসাহ বাড়াবেন আশা রাখছি।
অন্যান্য ক্লাস-
PREVIOUS CLASS-ই কার যোগে শব্দ গঠন(পর্ব-২)
NEXT CLASS-ঈ কার যোগে শব্দ গঠন (পর্ব-১)
FACEBOOK PAGE
DAILY MOTION
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message