Recents in Beach

Essay on crow in bengali|10 line essay on crow|বাংলা রচনা কাক

 Essay on crow in bengali|10 line essay on crow|বাংলা রচনা কাক

Essay on crow in bengali|10 line essay on crow|বাংলা রচনা কাক


রচনা-কাক

১)কাক অতিশয় চালাক এবং আমাদের অতি পরিচিত পাখি।

২)এদেরকে কেউ আদর করে পোষে না বরং ঘৃনার চোখে দেখে।

৩)এরা প্রতি দিন সকালে কা-কা শব্দে আমাদের ঘুম ভাঙায়।

৪)এরা যা পায় তাই খায়,ভাত,রুটি থেকে শুরু করে মরা পশুপাখি পর্যন্ত তাই এদের সর্বভুক প্রাণী বলা হয়।

৫)এরা সর্বভুক হওয়ায় আমাদের পরিবেশের নোংরা পচা খাদ্য খেয়ে পরিবেশকে পরিষ্কার পরিছন্ন রাখে তাই কাককে “ঝাড়ুদার”পাখিও বলা হয়।

৬)এরা অসতর্ক মানুষ বা বাচ্চাদের হাত থেকে অনেক সময় ছোঁ মেরে খাবার নিয়ে পালায়।

৭)সারা পৃথিবীতে কমবেশী এদেরকে দেখতে পাওয়া যায়।

৮)সাধারণত এরা কালো রঙের হয়,তবে ধূসর ও সাদা রঙের কাকও আছে।

৯)এরা খড়কুঁটো দিয়ে অনেক উচু স্থানে বাসা তৈরি করে,এত চালাক হওয়ার সত্বেও এদের অজান্তে কোকিল এদের বাসায় ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে নিয়ে যায়।

১০)সর্বপরি এরা সমাজ ও পরিবেশ পরিছন্নতা বজায়ে অনেকটা ভূমিকা গ্রহন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ