Recents in Beach

চতুর্থ শ্রেণীর পরিবেশ (বিষয়-পরিবেশের উপাদান,জীবজগৎ) পর্ব-১

চতুর্থ শ্রেণীর পরিবেশ (বিষয়-পরিবেশের উপাদান,জীবজগৎ) পর্ব-১


 

চতুর্থ শ্রেণীর পরিবেশ (বিষয়-পরিবেশের উপাদান,জীবজগৎ) পর্ব-১

পাঠ-জীবের এত কাজ,একই রকম জীব যারা,আমরা সবাই মিলে বাঁচব

১) কাঠবেড়ালি কয়পায়ে দৌড়ায়?

২) পিঁপড়েরা কী কাজ করে?

৩) পায়রা চড়াই কি দিয়ে বাসা বাঁধে?

৪) গন্ধ শুঁকে খাবার চিনতে পারে এমন একটি প্রাণীর নাম লেখ?

৫) কোথায় ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায়?

৬) সাপ কি খায়?

৭) কখন ব্যাঙ ডাকে?

৮) ব্যাঙ কমে যাওয়ার কারন কি?

৯) মানুষ কাদের উপর নির্ভর করে থাকে?

১০) আমাদের পরিবেশ কিভাবে টিকে আছে?

 

 

১) কাঠবেড়ালি কয়পায়ে দৌড়ায়?

উঃ-কাঠবেড়ালি চার পায়ে দৌড়ায়।

২) পিঁপড়েরা কী কাজ করে?

উঃ-পিঁপড়েরা বহুদূর থেকে খাবার বয়ে নিয়ে আসে?

৩) পায়রা চড়াই কি দিয়ে বাসা বাঁধে?

উঃ-পায়রা চড়াই গাছের ডাল ঠোঁটে করে এনে বাঁসা বাঁধে।

৪) গন্ধ শুঁকে খাবার চিনতে পারে এমন একটি প্রাণীর নাম লেখ?

উঃ-গন্ধ শুঁকে খাবার চিনতে পারে বিড়াল।

৫) কোথায় ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায়?

উঃ-পাহাড়ে ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায়।

৬) সাপ কি খায়?

উঃ-সাপ ব্যাং ও ইঁদুর খায়।

৭) কখন ব্যাঙ ডাকে?

উঃ-বর্ষাকালে ব্যাঙ ডাকে।

৮) ব্যাঙ কমে যাওয়ার কারন কি?

উঃ-চাষের জমিতে পোকা মারার বিষ ব্যবহারে দিন দিন পোকা মরার ফলে ব্যাঙের খাবারের অভাব তৈরি হচ্ছে।তাই ব্যাঙ কমে যাচ্ছে।

৯) মানুষ কাদের উপর নির্ভর করে থাকে?

উঃ-মানুষ অন্য জীবদের উপর নির্ভর করে থাকে।

১০) আমাদের পরিবেশ কিভাবে টিকে আছে?

উঃ-আমরা সবাই সবার উপর নির্ভর করে বেঁচে আছি,এইভাবে পরিবেশ টিকে আছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ