রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা “বেলা যায়,তেল মেখে জলে ডুব দিয়ে আসি ” গদ্যটি পড়া,এই গদ্য থেকে বাক্য গঠন,শূন্যস্থান পূরণ ও অতি-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই পর্বে তুলে ধরা হয়েছে।
Class I sahaj path in Bengali | story bela jay tel mekhe jole dub diye asi | বেলা যায়,তেল মেখে জলে ডুব দিয়ে আসি (Part-14)Download now pdf file below link
এছাড়া এই বিষয়ের ক্লাসটি ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-
বেলা
যায়,তেল মেখে
জলে ডুব দিয়ে
আসি। |
বেলা যায়।তেল মেখে জলে
ডুব দিয়ে আসি।তার পরে
খেলা হবে।একা একা খেলা
যায় না।ঐ বাড়ি থেকে
কয়জন ছেলে এলে
বেশ হয়।
ঐ-যে আসে
শচী সেন,মণি
সেন,বংশী সেন
আর ঐ যে
আসে মধু শেঠ
আর খেতু শেঠ।ফুটবল খেলা খুব
হবে। বল নেই।গাছ থেকে
ঢেলা মেরে বেল
পেড়ে নেব।তেলি পাড়ার মাঠে গিয়ে
খেলা হবে।খেলা সেরে ঘরে
ফিরে যাব।দেরি হবে না। বাবা নদী থেকে
ফিরে এলে তবে
যাব।গিয়ে
ভাত খেয়ে খাতা
নেব।লেখা
বাকি আছে। |
বাক্য
গঠন কর |
নং |
শব্দ |
বাক্য |
১ |
ডুব |
ছেলেরা জলে ডুব দেয়। |
২ |
খেলা |
ছেলেরা ফুটবল খেলে। |
৩ |
বেল |
বেলগাছে বেল ধরেছে। |
৪ |
মাঠে |
মাঠে
গরু চড়িতেছে। |
৫ |
ভাত |
মেয়েটি ভাত খায়। |
শূন্যস্থান
পূরণ কর |
নং |
শূন্যস্থান |
উত্তর |
১ |
ছেলেরা ……..মেখে জলে
ডুব দিয়ে আসে। |
তেল |
২ |
…………..খেলা
খুব হবে। |
ফুটবল |
৩ |
গাছ থেকে ঢেলা
মেরে ………..পেড়ে নেব। |
বেল |
৪ |
………….পাড়ার
মাঠে গিয়ে খেলা
হবে। |
তেলি |
৫ |
………..নদী
থেকে ফিরে এলে
তবে যাব। |
বাবা |
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
নং |
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
১ |
ছেলেরা কি মেখে জলে ডুব দিয়ে আসে? |
উঃ |
ছেলেরা তেল মেখে
জলে ডুব দিয়ে
আসে। |
২ |
কি খেলা খুব হবে? |
উঃ |
ফুটবল খেলা খুব
হবে। |
৩ |
কোথায় ফুটবল খেলা হবে? |
উঃ |
তেলিপাড়ার মাঠে ফুটবল
খেলা হবে। |
৪ |
কি পেড়ে নিয়ে ফুটবল খেলবে? |
উঃ |
বেল পেড়ে নিয়ে
ফুটবল খেলবে। |
৫ |
কারা কারা ফুটবল খেলবে? |
উঃ |
শচী সেন,মণি
সেন,বংশী সেন
, মধু
শেঠ আর খেতু
শেঠ ফুটবল খেলবে। |
৬ |
কে নদী থেকে ফিরে আসবে? |
উঃ |
বাবা নদী থেকে
ফিরে আসবে। |
PREVIOUS CLASS-------
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message