রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা “আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে” পদ্যটি পড়া,এই পদ্য থেকে শব্দার্থ,বিপরীত শব্দ,বাক্য গঠন,শূন্যস্থান পূরণ ও অতি-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই পর্বে তুলে ধরা হয়েছে।
Class I sahaj path in Bengali | poem amader choto nodi| আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে (Part-13)Download now pdf file below link
এছাড়া এই বিষয়ের ক্লাসটি ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-
|
আমাদের ছোটো নদী চলে
বাঁকে বাঁকে |
|
আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটুজল
থাকে। পার হয়ে যায় গরু,পার
হয় গাড়ি, দুই ধার উঁচু তার,ঢালু
তার পাড়ি।
চিক্ চিক্ করে বালি,কোথা
নাই কাদা, এক ধারে কাশ বন ফুলে
ফুলে সাদা। কিচিমিচি করে সেথা
শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে
শিয়ালের হাঁক।
আর-পারে আমবন তালবন
চলে, গাঁয়ের বামনপাড়া তারি
ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে
নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে
তারা ঢালে।
সকালে বিকালে কভু
নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা
ছোটো মাছ ধরে। বালি দিয়ে মাজে থালা,ঘটিগুলি
মাজে, বধূরা কাপড় কেছে যায়
গৃহকাজে।
আষাঢ়ে বাদল নামে,নদী
ভর-ভর- মাতিয়া ছুটিয়া চলে
ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল
ওঠে, ঘোলা জলে পাকগুলি
ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে
পড়ে যায় সাড়া, বরষার উৎসবে জেগে
ওঠে পাড়া।
শব্দার্থ |
|
নং |
শব্দ |
অর্থ |
|
১ |
পার |
পেরিয়ে |
|
২ |
ঢালু |
গড়ানো |
|
৩ |
সেথা |
সেখানে |
|
৪ |
ঝাঁক |
দল |
|
৫ |
হাঁক |
জোরে ডাক |
|
৬ |
গাঁয়ের |
গ্রামের |
|
৭ |
তলে |
নীচে |
|
৮ |
নাহিবার |
স্নান করার |
|
৯ |
কালে |
সময়ে |
|
১০ |
কভু |
কখনও |
|
১১ |
বধূরা |
বউরা |
|
১২ |
গৃহকাজে |
বাড়ির কাজে |
|
১৩ |
বাদল |
বর্ষা |
|
১৪ |
মাতিয়া |
ছুটিয়া |
|
১৫ |
কোলাহল |
কলোরব |
|
১৬ |
কূলে |
পাড়ে |
|
১৭ |
সাড়া |
ডাক |
|
১৮ |
উৎসবে |
অনুষ্ঠানে |
|
বিপরীত শব্দ |
|
নং |
শব্দ |
বিপরীত শব্দ |
|
১ |
ছোটো |
বড়ো |
|
২ |
বাঁকে বাঁকে |
সোজা সুজি |
|
৩ |
যায় |
আসে |
|
৪ |
উঁচু |
নীচু |
|
৫ |
ঢালু |
সমতল |
|
৬ |
সাদা |
কালো |
|
৭ |
কিচিমিচি |
চুপচাপ |
|
৮ |
ঝাঁক |
একা |
|
৯ |
গাঁয়ের |
শহরের |
|
১০ |
জল |
ডাঙা |
|
১১ |
কোলাহল |
চুপচাপ |
|
১২ |
জেগে |
ঘুমিয়ে |
|
বাক্য গঠন কর |
|
নং |
শব্দ |
বাক্য |
|
১ |
বাঁকে বাঁকে |
ছোটো নদী বাঁকে বাঁকে চলে। |
|
২ |
হাঁটুজল |
পাড়ার পুকুরে এখন হাঁটুজল
আছে। |
|
৩ |
ঢালু |
নদীর পাড় খুব ঢালু। |
|
৪ |
কাদা |
শিশুরা কাদা মাখে। |
|
৫ |
কিচিমিচি |
পাখিদের কিচিমিচি শোনা যায়। |
|
৬ |
ঝাঁক |
এক ঝাঁক পাখি আকাশে উড়ে চলে। |
|
৭ |
হাঁক |
রাতে মাঝে মাঝে শিয়ালের হাঁক
শোনা যায়। |
|
৮ |
ছাঁকিয়া |
মেয়েরা কাপড় ছাঁকিয়া নদী
থেকে ছোটো মাছ ধরে। |
|
৯ |
বধূরা |
বধূরা নদী থেকে জল আনে। |
|
১০ |
উৎসবে |
সবাই উৎসবে আনন্দ করে। |
|
শূন্যস্থান পূরণ কর |
|
নং |
শূন্যস্থান |
উত্তর |
|
১ |
আমাদের ছোটো নদী চলে ………………………..। |
বাঁকে বাঁকে |
|
২ |
……………..মাসে তার হাঁটুজল থাকে। |
বৈশাখ |
|
৩ |
দুই ধার উঁচু তার,……………… তার পাড়ি। |
ঢালু |
|
৪ |
…………………..করে বালি,কোথা নাই কাদা |
চিক্ চিক্ |
|
৫ |
কিচিমিচি করে সেথা ……………………….ঝাঁক |
শালিকের |
|
৬ |
রাতে উঠে থেকে থেকে ……………………..হাঁক। |
শিয়ালের |
|
৭ |
গাঁয়ের …………………………….তারি ছায়া তলে। |
বামনপাড়া |
|
৮ |
……………….ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে। |
আঁচলে |
|
৯ |
……………….কাপড় কেছে যায় গৃহকাজে।
|
বধূরা |
|
১০ |
……………বাদল নামে। |
আষাঢ়ে |
|
১১ |
দুই কূলে বনে বনে পড়ে যায় …………..। |
সাড়া |
|
১২ |
……………….উৎসবে জেগে ওঠে পাড়া। |
বরষার |
|
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন
ও উত্তর |
|
নং |
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
|
১ |
আমাদের ছোটো নদী কেমন করে চলে? |
|
উঃ |
আমাদের ছোটো নদী এঁকে-বেঁকে
চলে। |
|
২ |
ছোটো নদীতে কোন মাসে হাঁটু জল থাকে? |
|
উঃ |
ছোটো নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে। |
|
৩ |
ছোটো নদীর উপর দিয়ে কি কি পার হয়? |
|
উঃ |
ছোটো নদীর উপর দিয়ে গরু ও গাড়ি পার
হয়। |
|
৪ |
কাশ বনে কিসের
কিচিমিচি ডাক শোনা যায়? |
|
উঃ |
কাশ বনে শালিকের ঝাঁকের কিচিমিচি ডাক শোনা যায়। |
|
৫ |
কাশ বনে রাতে কিসের হাঁক শোনা যায়? |
|
উঃ |
কাশ বনে রাতে শিয়ালের হাঁক শোনা যায়। |
|
৬ |
ছেলে মেয়েরা কিসে করে জল ভরে গায়ে তারা ঢালে? |
|
উঃ |
ছেলে মেয়েরা গামছায় করে জল ভরে গায়ে তারা ঢালে। |
|
৭ |
কারা আঁচলে ছাঁকিয়া ছোটো মাছ ধরে? |
|
উঃ |
বধূরা আঁচলে ছাঁকিয়া ছোটো মাছ ধরে। |
|
৮ |
বধূরা বালি দিয়ে কি কি মাজে? |
|
উঃ |
বধূরা বালি দিয়ে থালা ও ঘটি মাজে। |
|
৯ |
বধূরা কাপড় কেছে কোথায় যায়? |
|
উঃ |
বধূরা কাপড় কেছে যায় গৃহকাজে। |
|
১০ |
কোন মাসে নদী মেতে ওঠে? |
|
উঃ |
আষাঢ় মাসে নদী মেতে ওঠে। |
PREVIOUS CLASS-----
NEXT CLASS----------



0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message