Recents in Beach

Poem eseche sarat himer porosh| Class I sahaj path in Bengali | এসেছে শরৎ হিমের পরশ

 

Poem eseche sarat himer porosh| Class I sahaj path in Bengali  | এসেছে শরৎ হিমের পরশ

Poem eseche sarat himer porosh| Class I sahaj path in Bengali  | এসেছে শরৎ হিমের পরশ


 রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা “এসেছে শরৎ হিমের পরশদ্যটি পড়া,এই পদ্য থেকে শব্দার্থ,বিপরীত শব্দ, বাক্য গঠন,শূন্যস্থান পূরণ ও অতি-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই পর্বে তুলে ধরা হয়েছে।এছাড়া এই বিষয়ের ক্লাসটি  ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-

ভিডিও-১

Download now pdf file below link

এসেছে শরৎ,হিমের পরশ

 

এসেছে শরৎ,হিমের পরশ

লেগেছে হাওয়ার পরে

সকালবেলায় ঘাসের আগায়

শিশিরের রেখা ধরে।

 

আমলকী-বন কাঁপে,যেন তার

বুক করে দুরু দুরু-

পেয়েছে খবর পাতা-খসানোর

সময় হয়েছে শুরু।

 

শিউলির ডালে কুঁড়ি ভরে এল

টগর ফুটিল মেলা,

মালতীলতায় খোঁজ নিয়ে যায়

মৌমাছি দুই বেলা।

 

গগনে গগনে বরষন-শেষে

মেঘেরা পেয়েছে ছাড়া-

বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে,

নাই কোনো কাজে তাড়া।

 

দিঘি-ভরা জল করে ঢল্ ঢল্,

নানা ফুল ধারে ধারে,

কচি ধান গাছে খেত ভরে আছে-

হাওয়া দোলা দেয় তারে।

 

যে দিকে তাকায় সোনার আলোয়

দেখি যে ছুটির ছবি-

পূজার ফুলের বনে ওঠে ওই

পূজার দিনের রবি।

 

শব্দার্থ

 

নং

শব্দ

অর্থ

হিম

বরফ

পরশ

ছোঁয়া

আগায়

ডগায়

রেখা

দাগ

খসানো

ঝড়ে পড়া

শুরু

আরম্ভ

কুঁড়ি

কলি

গগনে

আকাশে

বরষন

বৃষ্টি

১০

বনে

জঙ্গলে

 

বিপরীত শব্দ

 

নং

শব্দ

বিপরীত শব্দ

এসেছে

গিয়েছে

সকালবেলায়

বিকালবেলা

আগায়

গোড়ায়

শুরু

শেষ

খোঁজ

নিঃখোঁজ

ছাড়া

ধরা

ভরা

খালি

জল

স্থল

কচি

বুড়ো

১০

দিনের

রাতের

 

বাক্য গঠন কর

 

নং

শব্দ

বাক্য

পরশ

শরৎ-এ হিমের পরশ লেগেছে।

আগায়

শীতের ভোরে ঘাসের আগায় শিশির জমেছে।

দুরু দুরু

শিশুটির মেঘের গর্জনে বুক দুরু দুরু করছে।

কুঁড়ি

গোলাপ গাছে কুঁড়ি ফুটেছে।

মৌমাছি

মৌমাছি মৌচাক বানায়।

মেঘেরা

মেঘেরা আকাশে ভেসে চলেছে।

ঢল্ ঢল্

ভরা নদীর জল ঢল্ ঢল্ করছ।

কচি

ছাগল গাছের কচি পাতা খাচ্ছে।

হাওয়া

পশ্চিমে হাওয়া বয়ছে।

১০

পূজার

আমরা পূজার ছুটিতে দীঘা যাইবো।

 

শূন্যস্থান পূরণ কর

 

নং

শূন্যস্থান

উত্তর

এসেছে……………,হিমের পরশ  লেগেছে হাওয়ার পরে।

শরৎ

সকালবেলায় ঘাসের আগায় ……………………রেখা ধরে

শিশিরের

…………………কাঁপে,যেন তার বুক করে দুরু দুরু।

আমলকী-বন

শিউলির ডালে ………………ভরে এল।

কুঁড়ি

মালতীলতায় খোঁজ নিয়ে যায় …………………….দুই বেলা

মৌমাছি

গগনে গগনে বরষন-শেষে ……………………পেয়েছে ছাড়া।

মেঘেরা

…………………….জল করে ঢল্ ঢল্।

দিঘি-ভরা

কচি …………..গাছে খেত ভরে আছে।

ধান

যে দিকে তাকায় ………………আলোয় দেখি যে ছুটির ছবি।

সোনার

১০

পূজার ফুলের বনে ওঠে ওই ……………….দিনের রবি

পূজার

 

অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

নং

অতি-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

কখন ঘাসের আগায় শিশিরের রেখা ধরে?

উঃ

সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে

কিসের বুক দুরু দুরু করছে?

উঃ

আমলকী-বনের বুক দুরু দুরু করছে।

কাদের পাতা-খসানোর সময় হয়েছে শুরু?

উঃ

আমলকী-বনের পাতা-খসানোর সময় হয়েছে শুরু

কোন গাছের ডালে কুঁড়ি ভরে এল?

উঃ

শিউলি গাছের ডালে কুঁড়ি ভরে এল।

কে দুই বেলা মালতীলতায় খোঁজ নিয়ে যায়?

উঃ

মৌমাছি দুই বেলা মালতীলতায় খোঁজ নিয়ে যায়।

কখন মেঘেরা পেয়েছে ছাড়া?

উঃ

বরষন-শেষে মেঘেরা পেয়েছে ছাড়া।

কারা বাতাসে ভেসে ভেসে ফেরে?

উঃ

মেঘেরা বাতাসে ভেসে ভেসে ফেরে।

কিসের জল ঢল ঢল করে?

উঃ

দিঘির জল ঢল ঢল করে।

খেত ভরা কি আছে?

উঃ

খেত ভরা কচি ধান গাছ আছে।

১০

কিসের আলোয় ছুটির ছবি ফুটে ওঠে?

উঃ

রবির সোনার আলোয় ছুটির ছবি ফুটে ওঠে।

Download now pdf file   



PREVIOUS CLASS--------
Class I sahaj path in Bengali | story bela jay tel mekhe jole dub diye asi | বেলা যায়,তেল মেখে জলে ডুব দিয়ে আসি (পর্ব-১৪)



NEXT CLASS-----------------


Story Shoilo Elo Koi | Class I sahaj path in Bengali  | শৈল এল কৈ?

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Do not Comment any spam Message