Poem eseche sarat himer porosh| Class
I sahaj path in Bengali | এসেছে শরৎ হিমের পরশ
রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা “এসেছে শরৎ হিমের পরশ”পদ্যটি পড়া,এই পদ্য থেকে শব্দার্থ,বিপরীত শব্দ, বাক্য গঠন,শূন্যস্থান পূরণ ও অতি-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই পর্বে তুলে ধরা হয়েছে।এছাড়া এই বিষয়ের ক্লাসটি ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-
Download now pdf file below link
এসেছে শরৎ,হিমের পরশ |
এসেছে
শরৎ,হিমের পরশ লেগেছে
হাওয়ার পরে সকালবেলায়
ঘাসের আগায় শিশিরের
রেখা ধরে। আমলকী-বন
কাঁপে,যেন তার বুক
করে দুরু দুরু- পেয়েছে
খবর পাতা-খসানোর সময়
হয়েছে শুরু। শিউলির
ডালে কুঁড়ি ভরে এল টগর
ফুটিল মেলা, মালতীলতায়
খোঁজ নিয়ে যায় মৌমাছি
দুই বেলা। গগনে
গগনে বরষন-শেষে মেঘেরা
পেয়েছে ছাড়া- বাতাসে
বাতাসে ফেরে ভেসে ভেসে, নাই
কোনো কাজে তাড়া। দিঘি-ভরা
জল করে ঢল্ ঢল্, নানা
ফুল ধারে ধারে, কচি
ধান গাছে খেত ভরে আছে- হাওয়া
দোলা দেয় তারে। যে
দিকে তাকায় সোনার আলোয় দেখি
যে ছুটির ছবি- পূজার
ফুলের বনে ওঠে ওই পূজার
দিনের রবি। |
শব্দার্থ |
নং |
শব্দ |
অর্থ |
১ |
হিম |
বরফ |
২ |
পরশ |
ছোঁয়া |
৩ |
আগায় |
ডগায় |
৪ |
রেখা |
দাগ |
৫ |
খসানো |
ঝড়ে পড়া |
৬ |
শুরু |
আরম্ভ |
৭ |
কুঁড়ি |
কলি |
৮ |
গগনে |
আকাশে |
৯ |
বরষন |
বৃষ্টি |
১০ |
বনে |
জঙ্গলে |
বিপরীত শব্দ |
নং |
শব্দ |
বিপরীত শব্দ |
১ |
এসেছে |
গিয়েছে |
২ |
সকালবেলায় |
বিকালবেলা |
৩ |
আগায় |
গোড়ায় |
৪ |
শুরু |
শেষ |
৫ |
খোঁজ |
নিঃখোঁজ |
৬ |
ছাড়া |
ধরা |
৭ |
ভরা |
খালি |
৮ |
জল |
স্থল |
৯ |
কচি |
বুড়ো |
১০ |
দিনের |
রাতের |
বাক্য গঠন কর |
নং |
শব্দ |
বাক্য |
১ |
পরশ |
শরৎ-এ হিমের পরশ লেগেছে। |
২ |
আগায় |
শীতের ভোরে ঘাসের আগায় শিশির জমেছে। |
৩ |
দুরু দুরু |
শিশুটির মেঘের গর্জনে বুক দুরু দুরু করছে। |
৪ |
কুঁড়ি |
গোলাপ গাছে কুঁড়ি ফুটেছে। |
৫ |
মৌমাছি |
মৌমাছি
মৌচাক বানায়। |
৬ |
মেঘেরা |
মেঘেরা আকাশে ভেসে
চলেছে। |
৭ |
ঢল্ ঢল্ |
ভরা নদীর জল ঢল্ ঢল্ করছ। |
৮ |
কচি |
ছাগল গাছের কচি পাতা খাচ্ছে। |
৯ |
হাওয়া |
পশ্চিমে হাওয়া বয়ছে। |
১০ |
পূজার |
আমরা পূজার ছুটিতে
দীঘা যাইবো। |
শূন্যস্থান পূরণ কর |
নং |
শূন্যস্থান |
উত্তর |
১ |
এসেছে……………,হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। |
শরৎ |
২ |
সকালবেলায় ঘাসের আগায় ……………………রেখা ধরে। |
শিশিরের |
৩ |
…………………কাঁপে,যেন তার বুক করে দুরু দুরু। |
আমলকী-বন |
৪ |
শিউলির ডালে ………………ভরে এল। |
কুঁড়ি |
৫ |
মালতীলতায় খোঁজ নিয়ে যায় …………………….দুই বেলা। |
মৌমাছি |
৬ |
গগনে গগনে বরষন-শেষে ……………………পেয়েছে ছাড়া। |
মেঘেরা |
৭ |
…………………….জল করে ঢল্ ঢল্। |
দিঘি-ভরা |
৮ |
কচি …………..গাছে খেত ভরে আছে। |
ধান |
৯ |
যে দিকে তাকায় ………………আলোয় দেখি যে ছুটির ছবি। |
সোনার |
১০ |
পূজার ফুলের বনে ওঠে ওই ……………….দিনের রবি। |
পূজার |
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন
ও উত্তর |
নং |
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
১ |
কখন ঘাসের আগায় শিশিরের রেখা ধরে? |
উঃ |
সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। |
২ |
কিসের বুক দুরু দুরু করছে? |
উঃ |
আমলকী-বনের বুক দুরু দুরু করছে। |
৩ |
কাদের পাতা-খসানোর সময় হয়েছে শুরু? |
উঃ |
আমলকী-বনের পাতা-খসানোর সময় হয়েছে শুরু। |
৪ |
কোন গাছের ডালে কুঁড়ি ভরে এল? |
উঃ |
শিউলি গাছের ডালে কুঁড়ি ভরে এল। |
৫ |
কে দুই বেলা মালতীলতায় খোঁজ নিয়ে যায়? |
উঃ |
মৌমাছি দুই বেলা মালতীলতায় খোঁজ নিয়ে যায়। |
৬ |
কখন মেঘেরা পেয়েছে ছাড়া? |
উঃ |
বরষন-শেষে মেঘেরা পেয়েছে ছাড়া। |
৭ |
কারা বাতাসে ভেসে ভেসে ফেরে? |
উঃ |
মেঘেরা বাতাসে ভেসে ভেসে ফেরে। |
৮ |
কিসের জল ঢল ঢল করে? |
উঃ |
দিঘির জল ঢল ঢল করে। |
৯ |
খেত ভরা কি আছে? |
উঃ |
খেত ভরা কচি ধান গাছ আছে। |
১০ |
কিসের আলোয় ছুটির ছবি ফুটে ওঠে? |
উঃ |
রবির সোনার আলোয় ছুটির ছবি ফুটে ওঠে। |
1 মন্তব্যসমূহ
Ai questions answer gulo peye khub upokrito hoechi,
উত্তরমুছুনDo not Comment any spam Message