Recents in Beach

চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকারণ (স্বরযন্ত্র, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি )বিষায়ক প্রশ্নউত্তর(পর্ব-১)

 

চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকারণ (স্বরযন্ত্র, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি )বিষায়ক প্রশ্নউত্তর(পর্ব-১)

চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকারণ (স্বরযন্ত্র, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি )বিষায়ক প্রশ্নউত্তর

স্বরযন্ত্র, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি

 DOWNLOAD NOW PDF FILE BELOW LINK

নং

প্রশ্ন ও উত্তর

স্বরযন্ত্র কাকে বলে?

উঃ

নিশ্বাসবায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে,সেখানে একটা যন্ত্র আছে,সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়।সেই যন্ত্রটি হলো স্বরযন্ত্র।

স্বরতন্ত্রী কাকে বলে?

উঃ

স্বরযন্ত্রের দুটি সূক্ষ্ম তন্ত্রীকে স্বরতন্ত্রী বলে।

ধ্বনি কাকে বলে?

উঃ

গলার আওয়াজকে ধ্বনি বলে।

কুঞ্চিত স্বরধ্বনি কাকে বলে?

উঃ

অ,ও,উ এই ধ্বনিগুলি উচ্চারণের সময় ঠোঁট কুচকে গোল হয়ে যায় তাই এই ধ্বনিগুলিকে কুঞ্চিত স্বরধ্বনি বলে।

প্রসারিত স্বরধ্বনি কাকে বলে?

উঃ

ই,এ,অ্যা এই ধ্বনিগুলি উচ্চারণের সময় ঠোঁট ছড়িয়ে থাকে তাই এই ধ্বনিগুলিকে প্রসারিত স্বরধ্বনি বলে।

বিবৃত স্বরধ্বনি কাকে বলে?

উঃ

অ,আ,অ্যা এই ধ্বনিগুলি উচ্চারণের সময় মুখের মধ্যে বেশ অনেকটা জায়গা লাগে তাই এই ধ্বনিগুলিকে বিবৃত স্বরধ্বনি বলে।

সংবৃত স্বরধ্বনি কাকে বলে?

উঃ

ই,উ,এ,ও এই ধ্বনিগুলি উচ্চারণের সময় মুখের মধ্যে জায়গা কম লাগে তাই এই ধ্বনিগুলিকে বিবৃত স্বরধ্বনি বলে।

কোন কোন ধ্বনিকে কণ্ঠ্যধ্বনি বলে?

উঃ

ক,খ,গ,ঘ,ঙ এই পাঁচটি ধ্বনিকে কণ্ঠ্যধ্বনি বলে।

কোন কোন ধ্বনিকে তালব্যধ্বনি বলে?

উঃ

চ,ছ,জ,ঝ,ঞ এই পাঁচটি ধ্বনিকে তালব্যধ্বনি বলে।

১০

কোন কোন ধ্বনিকে মূর্ধণ্য ধ্বনি বলে?

উঃ

ট,ঠ,ড,ঢ,ণ এই পাঁচটি ধ্বনিকে মূর্ধণ্য ধ্বনি বলে।

১১

কোন কোন ধ্বনিকে ত-বর্গ বলে?

উঃ

ত,থ,দ,ধ,ন এই পাঁচটি ধ্বনিকে ত-বর্গ বলে।

১২

কোন কোন ধ্বনিকে প-বর্গ বলে?

উঃ

প,ফ,ব,ভ,ম এই পাঁচটি ধ্বনিকে প-বর্গ বলে।

১৩

স্পর্শ ধ্বনি কাকে বলে?

উঃ

ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলে।

১৪

মহাপ্রাণ ধ্বনি কাকে বলে?

উঃ

খ ধ্বনি উচ্চারণে বেশি শ্বাসবায়ু লাগে,তাই খ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি বলে।

১৫

অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে?

উঃ

ক ধ্বনি উচ্চারণে কম শ্বাসবায়ু লাগে,তাই খ ধ্বনিকে অল্পপ্রাণ ধ্বনি বলে।

১৬

ল -কে পার্শ্বিক ধ্বনি বলে কেন?

উঃ

ল -ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু দাঁতের উপরের তালুতে বাঁধা পায় না বরং পাশ দিয়ে বেরিয়ে যায় তাই এই ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলে।

১৭

র-কে কম্পিত ধ্বনি বলে কেন?

উঃ

র-ধ্বনি উচ্চারণ কালে জিভটা প্রজাপতির পাখার মতো কাঁপতে থাকে তাই এই ধ্বনিকে কম্পিত ধ্বনি বলে।

১৮

অঘোষ বর্ণ কাকে বলে? অঘোষ বর্ণ কোন গুলি

উঃ

বর্গের প্রথম বর্ণ দুটি অঘোষ বর্ণ কারণ এই বর্ণগুলি উচ্চারণে স্বরযন্ত্রের তন্ত্রী দুটি কম কম্পিত হয়।

ক খ চ ছ ট ঠ ত থ প ফ

১৯

ঘোষ বর্ণ কাকে বলে? ঘোষ বর্ণ কোন গুলি

উঃ

বর্গের প্রথম বর্ণ দুটি বর্ণ বাদ দিয়ে বাকী তিনটি বর্ণ ঘোষ কারণ এই বর্ণগুলি উচ্চারণে স্বরযন্ত্রের তন্ত্রী দুটি বেশী কম্পিত হয়।

গ ঘ ঙ জ ঝ ঞ ড ঢ ণ দ ধ ন ব ভ ম

২০

নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কাকে বলে?

উঃ

ঙ,ঞ,ণ,ন,ম এই ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু নাকের দেওয়ালে ঘষা লেগে এক ধরনের আওয়াজ তৈরি হয়।তাই এই ধ্বনিগুলিকে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলে।

 (DOWNLOAD NOW Pdf File)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ