Recents in Beach

প্রথম শ্রেণীর সহজপাঠের (নাম তার মোতিবিল ) পর্ব-৯ /Class-I Sahaj path in bengali part-9

 

প্রথম শ্রেণীর সহজপাঠের (নাম তার মোতিবিল ) পর্ব-৯ /Class-I Sahaj path in bengali
ই-শিক্ষার মাধ্যমে অতি সহজে প্রথম শ্রেণীর সহজপাঠের (নাম তার মোতিবিল ) পর্ব-৯ কবিতাটি থেকে আপনাদের শিশুদের  অনুশীলন হিসাবে নিচের শূন্যস্থান পূরণ,শব্দার্থ,এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা, বিপরীতশব্দ,বাক্যগঠন ও অতি-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি তাদেরকে পড়তে দিন ।প্রয়োজনে নিচের pdf fileটি ডাউনলোড করে নিন । এছাড়া ভিডিও-০১  ও ভিডিও-০২ এর মাধ্যমে শিশুদের বিষয়টি শেখাতে পারেন ।

“নাম তার মোতিবিল, বহু দূর জল,

হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল ।

পাঁকে চে থাকে বক, চিল উড়ে চলে,

মাছরাঙা ঝুপ্ ক’রে পড়ে এসে জলে।

হেথা হোথা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা,

মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা ।

কোথাও বা ধানখেত জলে আধো ডোবা,

তারি ‘পরে রোদ পড়ে, কিবা তার শোভা ।

ডিঙি চ’ড়ে আসে চাষী, কেটে লয় ধান,

বেলা গেলে গাঁয়ে ফেরে গেয়ে সারিগান ।

মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে,

বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে ।

মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়,

ঘন শেওলার দল জলে ভেসে যায় । ”

 

 






















প্রথম শ্রেণীর সহজপাঠের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা-“ নাম তার মোতিবিল” থেকে-শূন্যস্থান পূরণ কর, শব্দার্থ,এলোমেলো বর্ণ সাজিয়ে লেখ,বিপরীত শব্দ,বাক্য গঠন ও অতি-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে এই পর্বে আলোচনা করা হয়েছে।

 

 

 

শূন্যস্থান পূরণ কর

 

নং

শূন্যস্থান পূরণ কর

উত্তর

০১

নাম তার…………………., বহু দূর জল

মোতিবিল

০২

হাঁসগুলি ভেসে ভেসে করে …………………..

কোলাহল

০৩

পাঁকে চেয়ে থাকে………., চিল উড়ে চলে

বক

০৪

…………….ঝুপ্  করে পড়ে এসে জলে

মাছরাঙা

০৫

হেথা হোথা ………….জাগে, ঘাস দিয়ে ঢাকা।

ডাঙা

০৬

মাঝে মাঝে ………………..চলে আঁকা বাঁকা

জলধারা

০৭

ডিঙি চড়ে আসি………., কেটে লয় ধান।

চাষী

০৮

বেলা গেলে গাঁয়ে ফেরে গেয়ে ……….।

সারিগান

০৯

মোষ নিয়ে পার হয় …………….ছেলে।

রাখালের

১০

বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে ………।

জেলে

 

শব্দার্থ

 

০১

বহু

অনেক

০২

কোলাহল

কলরব

০৩

চেয়ে

তাকিয়ে

০৪

ঝুপ

হঠাৎ

০৫

হেথা হোথা

এখানে সেখানে

০৬

আধো

অর্ধেক

০৭

শোভা

বাহার

০৮

গাঁয়ে

গ্রামে

 

 

এলোমেলো বর্ণ সাজিয়ে লেখ

 

০১

তি বি ল মো

মোতিবিল

০২

লা কো ল হ

কোলাহল

০৩

ছ রা মা ঙা

মাছরাঙা

০৪

ল ধা জ রা

জলধারা

০৫

আঁ বাঁ কা কা

আঁকা বাঁকা

০৬

ন ধা ত খে

ধানখেত

০৭

গা রি সা রি

সারিগান

০৮

খা লে র রা

রাখালের

 

বিপরীত শব্দ

 

০১

বহু

অল্প

০২

দূর

কাছে

০৩

জলে

ডাঙায়

০৪

জাগে

ঘুমায়

০৫

আঁকা বাঁকা

সোজা

০৬

আধো

সম্পূর্ণ

০৭

ছেলে

মেয়ে

০৮

গাঁয়ে

শহরে

 

 

 

বাক্য গঠন কর

 

০১

কোলাহল

হাঁসগুলি জলে কোলাহল করে।

০২

উড়ে

চিল উড়ে চলে।

০৩

আঁকা বাঁকা

নদী আঁকা বাঁকা পথে চলে।

০৪

আধো ডোবা

ধানখেত জলে আধো ডোবা

০৫

চড়ে

ডিঙি চড়ে আসে চাষী।

 

অতি-সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও

 

নং

অতি-সংক্ষিপ্ত প্রশ্ন

০১

বিলের নাম কি?

উঃ

বিলের নাম মতি।

০২

কারা কোলাহল করে?

উঃ

হাঁসগুলি কোলাহল করে।

০৩

পাঁকের দিকে কে চেয়ে থাকে?

উঃ

পাঁকের দিকে বক চেয়ে থাকে।

০৪

কি জলে আধো ডোবা?

উঃ

ধানখেত জলে আধো ডোবা।

০৫

মাছরাঙা ঝুপ্ করে কোথায় এসে পড়ে?

উঃ

মাছরাঙা ঝুপ্ করে জলে এসে পড়ে।

০৬

ডিঙি চড়ে কে আসে?

উঃ

ডিঙি চড়ে চাষী আসে।

০৭

চাষীরা কি গান করে?

উঃ

চাষীরা সারিগান করে।

০৮

মোষ নিয়ে কে পার হয়?

উঃ

মোষ নিয়ে রাখালের ছেলে পার হয়।

০৯

জেলেরা কি নিয়ে মাছ ধরে?

উঃ

বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে ।

১০

জলে কি ভেসে যায়?

উঃ

ঘন শেওলার দল জলে ভেসে যায় ।

 (Download now pdf File )

Previous class---------------------

প্রথম শ্রেণীর সহজপাঠ (ঐ সাদা ছাতা ) পর্ব- ৮

Next class-------------------------


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ