ই-শিক্ষার মাধ্যমে অতি সহজে প্রথম শ্রেণীর সহজপাঠের (ঐ সাদা ছাতা ) পর্ব-৮কবিতাটি থেকে আপনাদের শিশুদের অনুশীলন হিসাবে নিচের শূন্যস্থান পূরণ, বিপরীতশব্দ,বাক্যগঠন ও অতি-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি তাদেরকে পড়তে দিন ।প্রয়োজনে নিচের pdf fileটি ডাউনলোড করে নিন । এছাড়া ভিডিও-০১ ও ভিডিও-০২ এর মাধ্যমে শিশুদের বিষয়টি শেখাতে পারেন ।
class-I sahajpath in bengali part-8
ঐ সাদা ছাতা । দাদা যায়
হাটে । গায়ে লাল জামা । মামা যায় খাতা হাতে । গায়ে সাদা শাল । মামা আনে চাল ডাল । আর
কেনে শাক । আর কেনে আটা ।
দাদা কেনে পাকা আতা ,সাত
আনা দিয়ে । আর আখ আর জাম চার আনা । বাবা খাবে । কাকা খাবে । আর খাবে মামা । তার পরে
কাজ আছে । বাবা কাজে যাবে ।
দাদা হাটে যায় টাকা হাতে
। চার টাকা । মা বলে, খাজা চাই, আর ছানা চাই । আশাদাদা খাবে ।
আশাদাদা আজ ঢাকা থেকে এল
। তার বাসা গড়পরে আসাদাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে ।
|
শূন্যস্থান পূরণ কর |
|
নং |
শূন্যস্থান পূরণ কর |
উত্তর |
|
০১ |
দাদার মাথায়……………..ছাতা |
সাদা |
|
০২ |
দাদা যায়………….. |
হাটে |
|
০৩ |
দাদার গায়ে………..জামা |
লাল |
|
০৪ |
মামার হাতে……………. |
খাতা |
|
০৫ |
মামার গায়ে……….শাল |
সাদা |
|
০৬ |
মামা আনে………..ও…….. |
চাল,ডাল |
|
০৭ |
মামা কেনে……….ও……… |
শাক,আটা |
|
০৮ |
দাদা কেনে ……………
,……..ও………….. |
পাকা আতা,আখ ও জাম |
|
০৯ |
পাকা আতার দাম………..আনা |
সাত |
|
১০ |
আখ ও জামের দাম…………আনা |
চার |
|
১১ |
পাকা আতা,আখ ও জাম খাবে…………
,……….ও…….. |
বাবা,কাকা ও মামা |
|
১২ |
……….হাটে যায় । |
দাদা |
|
১৩ |
দাদা হাটে যায়………….টাকা
নিয়ে । |
চার |
|
১৪ |
আশাদাদা খাবে…………..ও………. |
খাজা ও গজা |
|
১৫ |
আশাদাদার বাড়ি………… |
গড়পারে |
Part-13
|
বিপরীত শব্দ |
|
১)সাদা-কালো ২)যায়-আসে ৩)কেনে-বেচে ৪)পরে-আগে ৫)বাবা-মা ৬)কাকা-কাকি ৭)মামা-মামি ৮)আজ-কাল ৯)ভাই-বোন ১০)চাই-চাই না |
|
বাক্য গঠন কর |
|
১ |
ছাতা |
দাদা ছাতা মাথায়
হাটে যায় । |
|
২ |
জামা |
দাদার গায়ে লাল জামা
। |
|
৩ |
কাজে |
বাবা কাজে
যায় । |
|
৪ |
শাল |
মামার গায়ে সাদা শাল
। |
|
৫ |
আনা |
দাদা আখ ও জাম চার আনা দিয়ে কেনে । |
|
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
|
নং |
প্রশ্ন |
উত্তর |
|
১ |
দাদার মাথায় কি রকম ছাতা
? |
সাদা |
|
২ |
দাদা কোথায় যায় ? |
হাটে |
|
৩ |
দাদার গায়ে কেমন জামা
? |
লাল |
|
৪ |
মামার হাতে কি ? |
খাতা |
|
৫ |
মামার গায়ে কেমন শাল
? |
সাদা |
|
৬ |
মামা কি কি আনে ? |
চাল,ডাল |
|
৭ |
মামা কি কি কেনে ? |
শাক,আটা |
|
৮ |
দাদা কি কি কেনে ? |
পাকা আতা,আখ ও জাম |
|
৯ |
পাকা আতার দাম কত আনা
? |
সাত আনা |
|
১০ |
আখ ও জামের দাম কত আনা
? |
চার আনা |
|
১১ |
দাদা হাটে যায় কত টাকা
নিয়ে ? |
চার টাকা |
|
১২ |
আশাদাদার বাড়ি কোথায়
? |
গড়পারে |
উপরের বিষয়টি আপনার শিশুদের কতটা উপকারে এসেছে তা নিচের মন্তব্যে জানাতে ভুলবেন না ।ভালো থাকবেন ।



0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message