Recents in Beach

তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ (পর্ব-১)

   

তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ (পর্ব-১)

                                            ই-শিক্ষার মাধ্যমে আপনার শিশুর পরিবেশ শেখান।এই পর্বে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশেরপাঁচটি পাঠের শূন্যস্থান পূরণ তুলে ধরেছি যা নিচে উল্লেখ করা হয়েছে।এছাড়া প্রয়োজনে ভিডিও এর মাধ্যে ক্লাসটি করাতে পারেন।অভ্যাস করানোর জন্য নিচের pdf file ডাউনলোড করে নিন ।                     

                                     তৃতীয় শ্রেণী

বিষয়-পরিবেশ

(শূন্যস্থান পূরণ)

 

১) রোজ বিকালে নানা খেলা

নং

শূন্যস্থান পূরণ

উত্তর

ফুটবল খেলায়…………………..এর কাজ অনেক বেশি।

পা

স্কিপিং করলে পুরো……………..এর কাজ হয়।

শরীর

ব্যাট দিয়ে…………………খেলা হয়।

ক্রিকেট

লুকোচুরি খেলতেও খুব………………হয়।

ছুটতে

এক্কাদোক্কা খেলতে গেলে…………………পায়ে লাফাতে হয়।

এক

 

২) ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা

নং

শূন্যস্থান পূরণ

উত্তর

দমবন্ধ রেখে খেলতে হয়……………….।

জেতে

কানের ময়লা…………………দের সাহায্যে পরিষ্কার করা ভালো।

বড়ো

‘কাবাডি কাবাডি’ কথাটি খেলার সময় ………….বলতে হয়।

জোরে

কানের ভিতরে একটি………………..পর্দা আছে।

পাতলা

কানে জমা ময়লাকে………………বলে।

খোল

 

৩) গা,হাত,পায়ের যন্ত্র

নং

শূন্যস্থান পূরণ

উত্তর

……………….নখের নীচে খুব নোংরা জমে ।

আঙুলের

ভিজে চামড়া………………..দিয়ে ঘষতে হয়।

হাত

……………….কথাটির মানে হল নখ।

নেল

ঠাণ্ডায়………………..ফেটে যায়।

পায়ের পাতা

কানের……………….চোখ যায় না।

পিছনে

 

৪) সকাল বেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই

নং

শূন্যস্থান পূরণ

উত্তর

নাক চোখও…………………করতে হয়।

পরিষ্কার

শক্ত নোংরা একটু জলে ভেজালে…………….হয়ে যায়।

নরম

……………….দাঁতে উপর থেকে নীচে ব্রাস টানবে।

উপরের

…………………দিয়ে জিভটা ঘষে নেবে।

জিভছেলা

আমরা তাইতো……………..দাঁত মাজি।

রোজ

 

৫) নাক,কান,চোখ,জিভ,চামড়া/মিশে মিশে পাঁচজন আমরা

নং

শূন্যস্থান পূরণ

উত্তর

……………..কিছু ছোঁয়ালে আমরা বুঝতে পারি।

চামড়ায়

দেখে চেনা আর গলা শুনে চেনা দুটো……………কাজ।

আলাদা

…………………আলোয় চোখ বুজলে দেখতে পাবে না।

দিনের

একটা………………..অকেজো হলে অন্যগুলো তাকে সাহায্য করে।

ইন্দ্রিয়

ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে আমরা………………..পাই।

গন্ধ

 (Download Pdf now )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ