Recents in Beach

Class I sahaj path in Bengali | homework tasks for primary school in Bengali | Binipisi Bami ar Didi (part-10)

 

Class I sahaj path in Bengali | homework tasks for primary school in Bengali | Binipisi Bami ar Didi (part-10)


Class I sahaj path in Bengali | homework tasks for primary school in Bengali | Binipisi Bami ar Didi (part-10) Download now pdf file below link

এছাড়া এই বিষয়ের ক্লাসটি দুটি ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-

ভিডিও-১ভিডিও-২

বিনিপিসি বামি আর দিদি

বিনিপিসি বামি আর দিদি দিকে আছে যে তিন জনে ঘাটে যায় বামি ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে রাণীদিদি যায় না রাণীদিদি ঘরে তার যে তিন দিন কাশি। তার কাছে আছে মা,মাসি আর কিনি।

 

              চলো ভাই নীলু।এই তাল বন দিয়ে পথ।তার পরে তিলখেত।তার পরে তিসিখেত।তার পরে দিঘি।জল খুব নীল।ধারে ধারে কাদা।জলে আলো ঝিলিমিলি করে। বক মিটিমিটি চায় আর মাছ ধরে।

 

              ঐ যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়।ভাই,ঘড়ি আছে কি? দেখি।ছটা যে বাজে,আর দেরি নয়।এই বার আমি বাড়ি যাই।তুমি এসো পিছে পিছে।পাখি খাবে,দেখে এসো।

 

              এ কি পাখি ? এ যে টিয়ে পাখি।ও পাখি কি কিছু কথা বলে ? কী কথা বলে ? ও বলে, নানা কথা ।ও কি খায় ? ও খায় দানা।রাণীদিদি ওর বাটি ভরে আনে দানা।বুড়ি দাসী আনে জল।পাখি কি ওড়ে ? না, ওড়ে না,ওর পায়ে বেড়ি।

 

               ও আগে ছিল বনে।বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেতো।দীনু এই পাখি পোষে।

       

 

শূন্যস্থান পূরণ কর

 

নং

শূন্যস্থান

উত্তর

০১

…………………..বামি আর দিদি ঐ দিকে আছে।

বিনিপিসি

০২

……………..ঐ ঘটি নিয়ে যায়।

বামি

০৩

সে …………….দিয়ে নিজে ঘটি মাজে।

মাটি

০৪

……………..কাছে আছে মা,মাসি আর কিনি

রাণীদিদির

০৫

তিলখেতের পরে ………………………

তিসিখেত

০৬

……………..এর জল ঘন নীল ।

দিঘির

০৭

……………….মিটিমিটি চায় আর মাছ ধরে

বক

০৮

ঐ যে …………………ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়।

বামি

০৯

………………………..ওর বাটি ভরে আনে দানা।

রাণীদিদি

১০

দীনু ………………………. পাখি পোষে।

টিয়ে পাখি

 

এলোমেলো বর্ণ সাজিয়ে লেখ

 

নং

এলোমেলো বর্ণ

শব্দ

০১

নি পি বি সি

বিনিপিসি

০২

রা দি ণী দি

রাণীদিদি

০৩

তি খে সি ত

তিসিখেত

০৪

লি মি লি ঝি

ঝিলিমিলি

০৫

টি টি মি মি

মিটিমিটি

 

বিপরীত শব্দ

 

নং

শব্দ

বিপরীত শব্দ

০১

আছে

নেই

০২

যায়

আসে

০৩

কাছে

দূরে

০৪

দেরি

তাড়াতাড়ি

০৫

ভরা

খালি

 

শব্দার্থ

 

নং

শব্দ

অর্থ

০১

মাজে

পরিষ্কার করা

০২

তাল বন

তাল গাছের জঙ্গল

০৩

ধারে ধারে

কাছা কাছি

০৪

পিছে পিছে

পিছনে পিছনে

০৫

দানা

শস্য

 

বাক্য গঠন করো

 

নং

শব্দ

বাক্য

০১

মাটি

বিনিপিসি মাটি দিয়ে নিজে ঘটি মাজে

০২

কাশি

রাণীদিদির তিন দিন কাশি

০৩

মিটিমিটি

বক মিটিমিটি চায় আর মাছ ধরে

০৪

দানা

রাণীদিদি ওর বাটি ভরে আনে দানা

০৫

বনে

টিয়ে আগে ছিল বনে

 

অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

০১

কারা তিন জনে ঘাটে যায় ?

উঃ

বিনিপিসি বামি আর দিদি ঘাটে যায় ।

০২

কে মাটি দিয়ে নিজে ঘটি মাজে ?

উঃ

বামি মাটি দিয়ে নিজে ঘটি মাজে ।

০৩

কার তিন দিন কাশি ?

উঃ

রাণীদিদির তিন দিন কাশি ।

০৪

কার কাছে আছে মা,মাসি আর কিনি ?

উঃ

রাণীদিদির কাছে আছে মা,মাসি আর কিনি ।

০৫

তিলখেতের পর কি খেত ?

উঃ

তিলখেতের পর তিসিখেত ।

০৬

তিসিখেতের পর কি আছে ?

উঃ

তিসিখেতের পর দিঘি ।

০৭

দিঘির জল কেমন ?

উঃ

দিঘির জল ঘন নীল ।

০৮

পাখিটির নাম কি ?

উঃ

পাখিটির নাম টিয়ে পাখি ।

০৯

পাখিটি ওড়ে না কেন ?

উঃ

পাখিটির পায়ে বেড়ি তাই ওড়ে না ।

১০

দীনু কি পাখি পোষে ?

উঃ

দীনু টিয়ে পাখি পোষে ।

(Download now pdf file

Previous class---------------


Next Class-----------------



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ