ই-শিক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর বাচ্চাদের বাড়ির কাজের টিউটোরিয়াল বাংলা সহজ পাঠের অনুশীলন শেখান।যেমন-শূন্যস্থান পূরণ করা,বিপরীত শব্দ,শব্দার্থ,বাক্যরচনা,অতি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর ইত্যাদি। এই পর্বে সহজ পাঠের পৃষ্ঠা ১-১৯ পর্যন্ত বই এর অনুশীলন তুলে ধরা হয়েছে
নং | নিচের শূন্যস্থান গুলি পূরণ কর | উত্তর |
---|---|---|
০১ | ছোটো খোকা বলে --------- শেখেনি সে কথা কওয়া। |
(অ আ ) |
০২ | হ্রস্ব ই দীর্ঘ ঈ বসে খায় ----------- খই। |
(ক্ষীর ) |
০৩ | হ্রস্ব -------- দীর্ঘ--------(ঊ) ডাক ছাড়ে ঘেউ ঘেউ। |
(উ),(ঊ) |
০৪ | ঘন মেঘ বলে ------ দিন বড়ো---------- |
(ঋ),(বিশ্রী) |
০৫ | বাটি হাতে ----------- হাঁক দেয় দে দৈ। |
(এ ঐ) |
০৬ | ডাক পাড়ে ----------- ভাত আনো বড়ো ------- |
(ও ঔ),(বৌ) |
০৭ | ------------ গান গেয়ে ----------চলে বেয়ে |
(ক খ গ ঘ),(জেলে-ডিঙি) |
০৮ | চরে বসে রাঁধে------- চোখে তার লাগে------ |
(ঙ),(ধোঁয়া ) |
০৯ | চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে------চলে |
(হাটে) |
১০ | খিদে পায় ,খুকি--------- শুয়ে কাঁদে ------------- |
(ঞ),(কিয়োঁ কিয়োঁ) |
১১ | ট ঠ ড ঢ করে--------- কাঁধে নিয়ে ------------- |
(গোল),(ঢাক ঢোল) |
১২ | বলে----------- ণ চুপ করো,কথা শোনো |
(মূর্ধান্য) |
১৩ | -----------বলে ভাই --------- পাড়ি চলো যাই |
(ত থ দ ধ),(আম) |
১৪ | রেগে বলে------ ন যাব না তো কক্ষনো |
(দন্ত্য) |
১৫ | প ফ ব ভ যায়------- সারা দিন ------- কাটে |
(মাঠে),(ধান) |
১৬ | ম চালায়---------- --------- নিয়ে যায় বাড়ি |
(গোরুর-গাড়ি),(ধান) |
১৭ | ------------ বসে ঘরে এক মনে --------- করে |
(য র ল ব),(পড়া) |
১৮ | শ ষ স বাদল দিনে ------ যায় ছাতা কিনে |
(ঘরে) |
১৯ | শাল মুড়ি দিয়ে------- কোণে বসে কাশে------ |
(হ ক্ষ),(খ ক্ষ) |
নং | নিচের বিপরীত শব্দ গুলি লেখ | উত্তর |
---|---|---|
০১ | ছোটো------ |
বড়ো |
০২ | বসে------- |
দাঁড়িয়ে |
০৩ | ঘন-------- |
পাতলা |
০৪ | দিন-------- |
রাত |
০৫ | বিশ্রী-------- |
সুন্দর |
০৬ | দলে দলে------- |
একা একা |
০৭ | কাঁদে-------- |
হাঁসে |
০৮ | যায়---------- |
আসে |
নং | নিচের শব্দ গুলির অর্থ লেখ | উত্তর |
---|---|---|
০১ | খোকা----- |
ছেলে |
০২ | বড়ো------- |
বিশাল |
০৩ | বিশ্রী-------- |
মন্দ/খারাপ |
০৪ | হাঁক------- |
জোরে ডাকা |
০৫ | চড়ে------- |
পাড়ে |
০৬ | রাঁধে------- |
রান্না করে |
০৭ | বোঝা------ |
ভার |
০৮ | কাঁদে------- |
কান্না |
০৯ | বাদল------ |
বর্ষা |
নং | নিচের শব্দ গুলি দিয়ে বাক্য লেখ | উত্তর |
---|---|---|
০১ | ছোট- |
ছোট ছেলে কথা বলে |
০২ | খায়- |
ই ঈ বসে ক্ষীর খই খায়। |
০৩ | ডাক- |
উ ঊ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে। |
০৪ | বিশ্রী- |
বাদল দিন বড় বিশ্রী |
০৫ | ডিঙি- |
জেলে ডিঙি নিয়ে মাছ ধরে। |
০৬ | হাঁক- |
দইওয়ালা দৈ দৈ বলে হাঁক দেয় । |
০৭ | চরে- |
নদীর চরে নৌকা বাঁধা আছে। |
০৮ | কাঁদে- |
খুকি শুয়ে কাঁদে। |
০৯ | বাদল- |
বাদল দিনে বৃষ্টি হয়। |
নং | নিচের প্রশ্ন গুলির উত্তর লেখ | উত্তর |
---|---|---|
০১ | কে কথা কওয়া শেখে নি? |
ছোটো খোকা |
০২ | কারা ক্ষীর খই খায়? |
ই ঈ বসে ক্ষীর খই খায়। |
০৩ | কারা ঘেউ ঘেউ ডাক ছাড়ে? |
উ ঊ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে। |
০৪ | বাটি হাতে কারা দে দৈ বলে হাঁক দেয়? |
এ ঐ |
০৫ | কে ভাত আনে? |
বড়ো বউ |
০৬ | কারা গান গায়? |
ক খ গ ঘ |
০৭ | কার চোখে ধোঁয়া লাগে? |
ঙ-এর চোখে |
০৮ | কারা বোঝা নিয়ে হাটে চলে ? |
চ ছ জ ঝ |
০৯ | কে শুয়ে কাঁদে? |
খুকি |
১০ | কারা ঢাক ঢোল নিয়ে গোল করে? |
ট ঠ ড ঢ |
১১ | কে চুপ করে কথা শুনতে বলে ? |
ণ |
১২ | কারা আম পাড়তে যাবে ? |
ত থ দ ধ |
১৩ | কে রেগে যাবোনা বলছে? |
ন |
১৪ | প ফ ব ভ সারা দিন মাঠে কি করে ? |
ধান কাটে |
১৫ | কে গরুর গাড়ি করে ধান নিয়ে যায় ? |
ম গরুর গাড়ি করে ধান নিয়ে যায়। |
১৬ | য র ল ব ঘরে বসে কি করে ? |
এক মনে পড়া করে। |
১৭ | কারা বাদল দিনে ছাতা কিনে বাড়ি ফেরে? |
শ ষ স |
১৮ | কোনে বসে কে কে কাশে? |
খ হ ক্ষ |
NEXT CLASS----------------------
1 মন্তব্যসমূহ
খুব ভালো Video খুব সুন্দর আপনার সাজানো থেকে শুরু করে বুঝানো সব চমৎকার ৷ প্রথম শ্রেণীর সহজ পাঠ বইটির সম্পূর্ণ video পেলে উপকৃত হতাম ৷
উত্তরমুছুনDo not Comment any spam Message