Recents in Beach

Bangla Sahaj Path Homework Tasks/প্রথমশ্রেণীর সহজপাঠ-বনে থাকে বাঘ

 

Bangla Sahaj Path Homework Tasks/প্রথমশ্রেণীর সহজপাঠ-বনে থাকে বাঘ

ই-শিক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর বাচ্চাদের বাড়ির কাজের টিউটোরিয়াল বাংলা সহজ পাঠের অনুশীলন শেখান। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বই এর বনে থাকে বাঘ কবিতাওশূন্যস্থান পূরণ করা,বাক্যরচনা,অতি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর ইত্যাদি। এই পর্বে সহজ পাঠের পৃষ্ঠা ২০ পর্যন্ত বই এর অনুশীলন তুলে ধরা হয়েছে।

বনে থাকে বাঘ ।

গাছে থাকে পাখি ।

জলে থাকে মাছ ।

ডালে আছে ফল ।

পাখি ফল খায় ।

পাখা মেলে ওড়ে ।

বাঘ আছে আম বনে ।

গায়ে চাকা চাকা দাগ ।

পাখি বনে গান গায় ।

মাছ জলে খেলা করে ।

ডালে ডালে কাক ডাকে ।

খালে বক মাছ ধরে ।

বনে কত মাছি ওড়ে ।

ওরা সব মৌমাছি ।

ঐখানে মৌচাক ।

তাতে আছে মধু ভরা ।

 

Homework Tasks-1

শূন্যস্থান পূরণ কর

Bangla Sahaj Path Homework Tasks 

নং

প্রশ্ন

উত্তর

০১

বনে থাকে-------------------- ।

বাঘ

০২

গাছে থাকে----------------- ।

পাখি

০৩

জলে থাকে----------------- ।

মাছ

০৪

ডালে আছে---------------- ।

ফল

০৫

--------------------ফল খায় ।

পাখি

০৬

-----------------মেলে ওড়ে ।

পাখা

০৭

-------------আছে আম বনে ।

বাঘ

০৮

গায়ে------------------ দাগ ।

চাকা চাকা

০৯

--------------বনে গান গায় ।

পাখি

১০

-----------জলে খেলা করে ।

মাছ

১১

ডালে ডালে---------- ডাকে ।

কাক

১২

খালে------------- মাছ ধরে ।

বক

১৩

বনে কত------------- ওড়ে ।

মাছি

১৪

ওরা সব------------------- ।

মৌমাছি

১৫

ঐখানে------------------- ।

মৌচাক

১৬

তাতে আছে--------- ভরা ।

মধু

 

Homework Tasks-2

বাক্য গঠন কর

Bangla Sahaj Path Homework Tasks 

নং

নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন কর

উত্তর

০১

বাঘ-

বাঘ- বনে বাঘ থাকে ।

০২

পাখি-

পাখি- পাখি ফল খায় ।

০৩

মাছ-

মাছ-মাছ জলে খেলা করে ।

০৪

ফল-

ফল-পাখি ফল খায় ।

০৫

কাক-

কাক- কাক ডাকে কা কা ।

০৬

বক-

বক- খালে বক মাছ ধরে ।

০৭

মৌমাছি-

মৌমাছি-মৌমাছি মৌচাক বানায় ।

০৮

মধু-

মধু- মৌচাকে মধু থাকে ।

০৯

চাকা চাকা-

চাকা চাকা-বাঘের গায়ে চাকা চাকা দাগ ।

১০

পাখা-

পাখা-পাখি পাখা মেলে ওড়ে ।

 

Homework Tasks-3

অতি-সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও

Bangla Sahaj Path Homework Tasks 

০১

বাঘ কোথায় থাকে ?

উঃ-

বাঘ বনে থাকে ।

০২

পাখি কোথায় থাকে ?

উঃ-

পাখি গাছে থাকে ।

০৩

পাখি কি খায় ?

উঃ-

পাখি ফল খায় ।

০৪

পাখি কি মেলে ওড়ে ?

উঃ-

পাখি পাখা মেলে ওড়ে ।

০৫

বাঘ এখন কোথায় আছে ?

উঃ-

বাঘ এখন আম বনে আছে ।

০৬

বাঘের গায়ে কেমন দাগ ?

উঃ-

বাঘের গায়ে চাকা চাকা দাগ ।

০৭

পাখি কোথায় গান গায় ?

উঃ-

পাখি বনে গান গায় ।

০৮

মাছ কোথায় খেলা করে ?

উঃ-

মাছ জলে খেলা করে ।

০৯

ডালে ডালে কারা ডাকে ?

উঃ-

ডালে ডালে কাক ডাকে ।

১০

খালে কে মাছ ধরে ?

উঃ-

খালে বক মাছ ধরে ।

১১

মৌচাক কারা বানায় ?

উঃ-

মৌচাক মৌমাছিরা বানায় ।

১২

মৌচাকে কি থাকে  ?

উঃ-

মৌচাকে মধু থাকে ।

subscribe now

previous class------ 



 

Next class--------------------



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ