Recents in Beach

আ কার যোগে শব্দ গঠন(পর্ব-৩)/Bengali Two Letter Words

 

আ কার যোগে শব্দ গঠন(পর্ব-৩)/Bengali Two Letter Words


ই-শিক্ষার মাধ্যমে দুই অক্ষরের বাংলা আ কার যোগে শব্দ গঠন শিক্ষার অতি সহজ সরল উপায় যা ধারাবাহিক ভাবে শিশুদের শেখান । এই পর্বে আমরা দুটি অনুশীলন করবো-(১)ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে আ(া) কার যোগে শব্দ গঠন কর (২)একটিবর্ণ দিয়ে আ(া)কার যোগে দুই অক্ষরের শব্দ গঠন কর ।সম্পূর্ণ বিষয়টি শিশুর উপযোগী করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে

ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে আ(া) কার যোগে শব্দ গঠন কর

নিচের কয়েকটি শূন্যস্থান লক্ষ্য কর  এবং সে গুলির শূন্যস্থান পূরণ করে আ কার যোগে দুই অক্ষরের শব্দ গঠন  কর । শিশুদের সুবিধার্থে সমাধান দেওয়া হল

মা___ = মা =মাছ

গা___= গা  =গাছ

না___ = না   =নাচ

পা___= পা =পাঠ

গা___ = গা =গান

বা___ = বা   =গান

রা___= রা    =রাত

দা___ = দা   =দান

ধা___= ধা      =ধান

জা___= জা  =জাল

পা___=পা     =পান

আমরা লক্ষ্য করলাম উপরের প্রত্যেকটি শূন্যস্থান বর্ণের পরে ফাঁকা ঘর ছিল  তাই আমরা ঐ ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে শূন্যস্থানপূরণ করেছি।

নিচের কয়েকটি শূন্যস্থান লক্ষ্য কর যে গুলির প্রথমে  ফাঁকা ঘর ।যে খানে একটি বর্ণ বসিয়ে  আ কার যোগ  শব্দ গঠন করতে হবে।

___ লা=  লা  =কলা

___ লা=  লা  =বলা

___ লা=  লা  =চলা

___ রা=  রা   =করা

___ রা=  রা   =ধরা

___ ড়া=  ড়া =পড়া

___ লা=  লা  =ফলা

___ মা=  মা  =জমা

___ খা=  খা  =শখা

___ লা=  লা  =জলা

___ টা=  টা   =ঘটা

___ তা=  তা =লতা

উপরের প্রত্যেকটি শূন্যস্থান পূরণ শিশুদের নোটবুকে লিখে দিন এবং তাদেরকে সমাধান করতে বলুন ।

একটি বর্ণ দিয়ে  আ(া) কার যোগে দুই অক্ষরের  শব্দ গঠন কর

নিচের কয়েকটি বর্ণ লক্ষ্য কর যে গুলির সাহায্যে দুই অক্ষরের আ কার যোগে শব্দ গঠন করতে হবে। শিশুদের সুবিধার্থে সমাধান দেওয়া হল

ক=কলা

ব=বলা

চ=চলা

ক=করা

ধ=ধরা

মা=মাছ

গা=গাছ

না=নাচ

পা=পাঠ

গা=গান

বা = বাবা

মা = মামা

চা = চাচা

কা = কাকা

রা = রাজা

জা = জানা

তা = তারা

সা = সাদা

না = নানা

গা = গাধা

মা = মাচা

থা = থানা

আমরা শিখলাম একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের আ কার যোগে শব্দ গঠন করা ।

উপরের ঐ  দুটি অনুশীলন  খাতায় লিখে আপনার শিশুর বার বার অভ্যাস করান এবং সম্পূর্ণ ক্লাসটি ভিডিও আকারে দেখতে নিচের ভিডিওটি আপনার শিশুর দেখতে সাহায্য করুন।

আশা রাখছি উপরের আ কার যোগে শব্দ গঠনের ভিডিও ক্লাসটি আপনার শিশুর দেখতে সহযোগিতা করেছেন।সম্পূর্ণ ক্লাসটি করার পর আপনার শিশু কি শিখলো তা আমাদের জানাতে ভুলবেন না।ভালো থাকবেন সাথে থাকবেন এবং সম্ভব হলে আমাদের ইউটুব চ্যানেলটি SUBSCRIBE করবেন ।ধন্যবাদ

PREVIOUS CLASS- আ কার যোগ শব্দ গঠন (পর্ব-২)

         NEXT CLASS- ই কার যোগে শব্দ গঠন (পর্ব-১) 

এছাড়া কেবল মাত্র ভিডিও ক্লাস প্লে-লিষ্ট গুলি অনুশরণ করতে পারেন

১) বাংলা          ২)ইংরাজ          ৩)গণিত

 

 

subscribe now 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ