Recents in Beach

Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন

Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন

 ই-শিক্ষার মাধ্যমে শিশুদের  ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন করা শেখান।ঋ কার যোগে শব্দ গঠন শিক্ষা দিতে সম্পূর্ণ বিষয়টি আমরা তিনটি পর্বে ভাগ করে শিশুদের শেখানোর চেষ্টা করেছি।যা আপনার শিশুর ঋ কার যোগে শব্দ গঠন শিখতে সাহায্য করবে।

পর্ব-১  ঋ কার যোগে দুই অক্ষরের শব্দ পড়া ও চেনা

এই পর্বে আমরা কিছু ঋ কার যোগে দুই অক্ষরের শব্দ তুলে ধরেছি।সেই শব্দ গুলি আপনি, আপনার শিশুকে পড়তে সাহায্য করলে করলে প্রথম দৃষ্টিতে ঋ কার যোগে শব্দর প্রাথমিক ধারনা তৈরি হবে।এবার আপনি নিচের ছবিতে দেওয়া শব্দগুলি শিশুদের পড়তে সাহায্য করুন এবং নিচের ভিডিওটি তাদেরকে দেখান।
Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন
Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন
Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন

ছবিতে দেওয়া ঋ কার যোগে শব্দ গুলি কয়েক বার শিশুদের পড়তে সাহায্য করুন। তার পরে নিচের ভিডিওটি কয়েক বার দেখান ।


এই ভিডিওটি দেখার পর শিশুরা নিজেরা ঋ কার যোগে শব্দ পড়তে পারবে বলে আমাদের বিশ্বাস।

পর্ব-২  ঋ কার যোগে দুই অক্ষরের শব্দের দুটি অনুশীলন

এই পর্বে আমরা দুটি অনুশীলন তুলে ধরেছি- ১)প্রথম বর্ণে ঋ(ৃ)কার যোগ কর (২) এলোমেলো বর্ণ সাজিয়ে লেখ ।এই দুটি অনুশীলন আপনার শিশুকে করতে দিন এবং তারপর নিচের ভিডিও ক্লাসটি দেখতে সাহায্য করুন।এবার নিচের অনুশীলন দুটি শিশুর   দেখান-

১)প্রথম বর্ণে ঋ(ৃ)কার যোগ কর
Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন
Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন

এখানে দুটি করে বর্ণ আছে আমাদেরকে প্রথম বর্ণে ঋ(ৃ)কার যোগ করতে হবে।

(২) এলোমেলো বর্ণ সাজিয়ে লেখ
Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন
Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন
এখানে দুটি বর্ণ আছে এলোমেলো আমাদের বর্ণ দুটি সাজিয়ে লিখতে হবে ।উপরের দুটি অনুশীলন আপনার শিশুর করতে দিন এবং নিচের ভিডিওটি দেখতে সাহায্য করুন।

এই ভিডিও টি দেখার পর শিশুরা 70% ঋ কার যোগে শব্দ শিখে ফেলবে বলে আমাদের বিশ্বাস ।


পর্ব-৩  ঋ কার যোগে দুই অক্ষরের শব্দের আরও দুটি অনুশীলন

এই পর্বে আমরা আরও দুটি অনুশীলন তুলে ধরেছি-১) ফাঁকা ঘরে  একটি বর্ণ  বসিয়ে দুই অক্ষরের ঋ কার শব্দ গঠন করা (২)একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ঋ কার যোগে শব্দ গঠন করা।নিচের চিত্রের মাধ্যমে অনুশীলন দুটি তুলেধরা হল এবং সম্পূর্ণ বিষয়টি ভিডিও এর মাধ্যমে তুলে ধরা হল।

১) ফাঁকা ঘরে  একটি বর্ণ  বসিয়ে দুই অক্ষরের ঋ কার শব্দ গঠন করা 
Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন

Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন

এখানে একটি করে বর্ণ দেওয়া আছে এবং ফাঁকা ঘরে উপযুক্ত বর্ণ বসিয়ে দুই অক্ষরের ঋ কার শব্দ গঠন করতে হবে।

(২)একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ঋ কার যোগে শব্দ গঠন করা
Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন


Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন

Learn Bengali two letter words for kids/ঋ(ৃ)কার যোগে শব্দ গঠন

এখানে একটি করে বর্ণ দেওয়া আছে এবং আমাদেরকে ঐ বর্ণ দিয়ে দুই অক্ষরের ঋ কার যোগে শব্দ গঠন করতে হবে ।এই পর্বের সম্পূর্ণ বিষয়টি আরও সুন্দর ভাবে আপনার শিশুর বোঝাতে নিচের ভিডিওটই দেখতে সাহায্য করুন।
এই ভিডিওটি দেখার পর আপনার শিশু 100% ঋ কার যোগে শব্দ গঠন শিখে যাবে বলে আমাদের বিশ্বাস।উপরে উল্লেখিত সম্পূর্ণ বিষয়টি আপনার শিশুর কতটা কাজে লাগলো তা জানাতে ভুলবেন না।আর যদি আমাদের বিষয় ভিত্তিক ভিডিও গুলি শিশুর কাজে আসে তবে আমাদের youtube channelটি subscribe করে আমাদের কাজের উৎসাহ যোগানোর অনুরোধ রইলো।ভালো থাকবেন ধন্যবাদ


NEXT CLASS-
 
এছাড়া আমাদের ভিডিও ক্লাসের Playlist অনুশরণ করতে পারেন
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ