Recents in Beach

ই-কার যোগে শব্দ গঠন (পর্ব-২)/ Learn Bengali Two Letter Words/Bangla Sabdo Garthon/2 Letter Words

ই-কার যোগে শব্দ গঠন (পর্ব-২)/ Learn Bengali Two Letter Words/Bangla Sabdo Garthon/2 Letter Words


ই-কার যোগে শব্দ গঠনের অনুশীলন শিখবোপূর্বের ক্লাসে আমরা ই-কার যোগে শব্দ পড়িছি এবং চিনেছি ।এই পর্বে আমরা কিছু অনুশীলন শিখবো।
                        প্রথম পর্ব ক্লাস করার জন্য এখানে প্রবেশ করুন-----------ই-কার যোগে শব্দ গঠন পর্ব-১
                          

           ই-কার যোগে শব্দ গঠনের অনুশীলন                                 পর্ব-২

এই পর্বে আমরা শিখবো -১)প্রথম বর্ণে ই-কার যোগ করা । ২)দ্বিতীয় বা শেষ বর্ণে ই-কার যোগ করা । ৩) দুটি বর্ণে ই-কার যোগ করে ই-কার শব্দ গঠন ।

১)প্রথম বর্ণে ই-কার যোগ করে দুই অক্ষরের ই-কার শব্দ গঠন করা

এখানে দুটি করে বর্ণ দেওয়া হয়েছে -
ত  ল, হ ম, চ ল,  ম ল, ব ল-এই বর্ণ গুলির মধ্যে প্রথম বর্ণে ই-কার যোগ করে দুই অক্ষরের শব্দ গঠন করতে হবে।
আমরা যদি প্রথম বর্ণে ই-কার যোগ করি তা হলে ই-কার যোগে শব্দ গঠন হবে-
ত   ল = তিল             চ   ল = চিল           ব   ল = বিল 
হ   ম = হিম              ম   ল = মিল

২)দ্বিতীয় বা শেষ বর্ণে ই-কার যোগ করে দুই অক্ষরের ই-কার শব্দ গঠন করা


এখানে দুটি করে বর্ণ দেওয়া হয়েছে -
প  ড়, চ  ল, দ  ধ,  ক  র, ঘ ড় -এই বর্ণ গুলির মধ্যে দ্বিতীয় বা শেষ বর্ণে ই-কার যোগ করে দুই অক্ষরের শব্দ গঠন করতে হবে।
আমরা যদি দ্বিতীয় বা শেষ বর্ণে ই-কার যোগ করি তা হলে ই-কার যোগে শব্দ গঠন হবে-
প   ড় = পড়ি           দ   ধ = দধি           ঘ   ড় = ঘড়ি
চ   ল = চলি              ক   র = করি


৩)দুটি  বর্ণে ই-কার যোগ করে দুই অক্ষরের ই-কার শব্দ গঠন করা


খানে দুটি করে বর্ণ দেওয়া হয়েছে -
গ  র, দ  দ, শ  শ,  ত  ম, ব  ল -এই বর্ণ গুলির মধ্যে দুটি বর্ণে ই-কার যোগ করে দুই অক্ষরের শব্দ গঠন করতে হবে।আমরা যদি দুটি বর্ণে ই-কার যোগ করি তা হলে ই-কার যোগে শব্দ গঠন হবে-
গ   র = গিরি          শ   শ = শিশি           ব   ল = বিলি
দ  দ = দিদি              ত  ম= তিমি
এই ভাবে আমরা অতি সহজে ই-কার যোগে দুই অক্ষরের শব্দ শিখতে পারবো।
উপরি উক্ত বিষয়টি আমরা আরও সহজ সরল ভাবে বোঝাতে এবং আপনার শিশুর শেখাতে ভিডিও র মাধ্যমে শেখানোর চেষ্টা করিছি।
নিচের ভিডিওটি আপনার শিশুকে দেখান, আমরা আশা রাখছি ১০০% আপনার শিশুর শিক্ষার উন্নতি ঘটাবে।


আমাদের ছোট্ট শিক্ষামূলক সাইটি আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের YOUTUBE CHANNEL-"SSI EDUCATION CHANNEL"টি সম্পূর্ণ ফ্রিতে SUBSCRIBE করুন।।

অন্যান্য ক্লাস-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ