Recents in Beach

ঈ-কার যোগে শব্দ গঠন (পর্ব-১)/ Learn Bengali Two Letter Words/Bangla Sabdo Garthon/2 Letter Words


ঈ-কার যোগে শব্দ গঠন (পর্ব-১)/ Learn Bengali Two Letter Words/Bangla Sabdo Garthon/2 Letter Words

আজকের বিষয় শুরু করার পূর্বে আমরা কি কি শিখেছি তা দেখে নেওয়া যাক-

পূর্বে আমরা ই-কার যোগে যা কিছু শিখেছি তা নিম্নে দেওয়া হল


পর্ব-(১)-এই পর্বে আমরা ই-কার যোগে দুই অক্ষরের শব্দ চিনেছি ও পড়েছি ।
পর্ব-(২)-এই পর্বে আমরা ই-কার যোগে দুই অক্ষরের শব্দের অনুশীলন করেছি—১)প্রথম বর্ণে ই-কার যোগ করা । ২)দ্বিতীয় বা শেষ বর্ণে ই-কার যোগ করা। ৩) দুটি বর্ণে ই-কার যোগ করে দুই অক্ষরের শব্দ গঠন করা।
৩)পর্ব-(৩)-এই পর্বে আমরা ই-কার যোগে দুই অক্ষরের আরও বেশ কিছু অনুশীলন করেছি------ ১) এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ই-কার যোগে শব্দ গঠন করা ।
         ২) ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে দুই অক্ষরের ই-কার যোগে শব্দ গঠন করা ।
         ৩) একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ই-কার যোগে শব্দ গঠন করা ।

উপরে উল্লেখিত তিনটি পর্ব বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন-
(১) পর্ব-১     (২) পর্ব-২      (৩) পর্ব-৩

আজকের বিষয়- ঈ-কার(ী) যোগে দুই অক্ষরের  শব্দ চেনা ও পড়া
 পর্ব- ১
এই পর্বে আমরা  কিছু ঈ-কার যোগে শব্দ চিনবো ও পড়বো যেমন-

কীট, জীব, তীর, দীন, নীড়, ধীর, বীর, ভীম, 

মীর, শীত

-এই সকল শব্দ গুলির প্রথম বর্ণে ঈ-কার(ী) চিহ্ন রয়েছ আবার দেখো 
করী, গাভী, চাচী, নানী, রাগী, শশী, দামী, রানী, ভাবী, মাসী

-এই সকল শব্দ গুলির শেষ বর্ণে ঈ-কার(ী) যোগ রয়েছে। উপরে উল্লেখিত শব্দ গুলি পড়ে এটাই বুঝলাম যে- ঈ-কার(ী) কোনো কোনো শব্দের প্রথম বর্ণের  বসে আবার কোনো কোনো শব্দের শেষ বর্ণে  বসে ঈ-কার যোগে দুই অক্ষরের শব্দ গঠন করে।

উপরে উল্লেখিত সমগ্র বিষয়টি আরও সরল ভাবে  শিশুদের বোঝাতে আমরা একটি ছোট্ট ভিডিও টিউটিরিওল তুলে ধরেছি যা আপনার-আমার শিশুদের ঈ-কার যোগে দুই অক্ষরের শব্দ চেনাতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস তাই নিম্নের ঈ-কার যোগে পড়া ও চেনার ভিডিওটি সম্পূর্ণ শিশুকে দেখাতে সহযোগিতা করুন ।


শিশুর বাংলা শিক্ষার ভিডিও  ফ্রী ক্লাস-playlist -''SSI KIDS BANGLA"এই তালিকাতে আমরা শিশুর বাংলা বর্ণ শেখানোর চেষ্টা করেছি । ঐ সকল ভিডিও ক্লাস গুলি শিশু বর্ণ চেনাতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস ।
 অপর দিকে শিশুর  বাংলা শব্দ চেনাতে PLAYLIST-"SSI CLASS-I BANGLA" এই তালিকা শিশুর দেখাতে পারেন ।যা দেখলে হয়তো আপনার-আমার শিশুর বাংলা শব্দ চেনা সহজ করে তুলবে।

অন্যান্য ক্লাস-
       

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ