Bhor Holo - Story and Q & A | Class I sahaj path in Bengali | ভোর হলো রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা “ভোর হল।ধোবা আসে।”গদ্যটি পড়া,এই গদ্য থেকে শব্দার্থ,বিপরীত শব্দ, বাক্য গঠন,শূন্যস্থান পূরণ ও অতি-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই পর্বে তুলে ধরা হয়েছে।এছাড়া এই বিষয়ের ক্লাসটি ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-
(Download now pdf file below link)
|
ভোর হল।ধোবা আসে।ঐ তো লোকা
ধোবা।গোরাবাজারে
বাসা।ওর
খোকা খুব মোটা,গাল-ফোলা।ঐ যে
ওর পোষা গাধা।ওর পিঠে
বোঝা।খুলে
দেখো।আছে
ধুতি।আছে
জামা,মোজ,শাড়ি।আরো কত
কী।ওর
খুড়ো সুতো বেচে,উল বেচে।ওর মেসো
বেচে ফুলের তোড়া। ধোবা কোথায় ধুতি কাচে
জান?ঐ-যে
ডোবা,ওখানে।ওর জল বড়ো
ঘোলা।গাধা
ছোলা খেতে ভালোবাসে।ওকে কিছু
ছোলা খেতে দাও।ছোলা কোথা
কোথা পাব?ঐ-যে,ঘোড়া
ছোলা খায়।ওর ঘর খোলা
আছে। ঐ কোঠাবাড়ি।ওখানে আজ বিয়ে।তাই ঢের
ঘোড়া এল,গাড়ি
এল।এক
জোড়া হাতি এল।মেজো মেসো
হাতি চড়ে আসে।
ওটা বুড়ো হাতি।তার নাতি
ঘোড়া চড়ে।কালো ঘোড়া।পিঠে ডোরা দাগ।পায়ে তার
ফোড়া,জোরে চলে
না।ঢোল
বাজে।ঘোড়া
ঘোর ভয় পায়। |
|
শব্দার্থ
লেখ |
|
নং |
শব্দ |
অর্থ |
|
১ |
ভোর |
ঊষা |
|
২ |
ধোবা |
যে কাপড় কাচে |
|
৩ |
বাসা |
ঘর |
|
৪ |
খোকা |
ছেলে |
|
৫ |
মোটা |
স্বাস্থ্য বান |
|
৬ |
পোষা |
পালন করা |
|
৭ |
বোঝা |
ভার |
|
৮ |
খুড়ো |
কাকা |
|
৯ |
মেসো |
মাসির স্বামী |
|
১০ |
বেচে |
বিক্রি করে |
|
১১ |
তোড়া |
ছড়া |
|
১২ |
ঘোলা |
কাদা মাখা জল |
|
১৩ |
কোথা |
কোথায় |
|
১৪ |
ঢের |
অনেক |
|
১৫ |
এক জোড়া |
দুটি |
|
১৬ |
ঘোর |
খুব |
|
বিপরীত
শব্দ |
|
নং |
শব্দ |
বিপরীত
শব্দ |
|
১ |
ভোর |
রাত |
|
২ |
আসে |
যায় |
|
৩ |
খোকা |
বুড়ো |
|
৪ |
মোটা |
রোগা |
|
৫ |
ফোলা |
চুপসানো |
|
৬ |
পোষা |
বন্য |
|
৭ |
বোঝা |
হালকা |
|
৮ |
বেচা |
কেনা |
|
৯ |
জানা |
অজানা |
|
১০ |
খোলা |
বন্ধ |
|
১১ |
আজ |
কাল |
|
১২ |
নাতি |
নাতনী |
|
১৩ |
কালো |
সাদা |
|
১৪ |
পিঠে |
বুকে |
|
১৫ |
জোরে |
ধীরে |
|
বাক্য
গঠন কর |
|
নং |
শব্দ |
বাক্য |
|
১ |
ধোবা |
ধোবা
ঢোবাতে কাপড় কাচে। |
|
২ |
বাসা |
ছেলেটির
বাসা
গ্রামে্। |
|
৩ |
তোড়া |
রতন এক তোড়া গোলাপ কিনেছে। |
|
৪ |
ঘোলা |
দিঘির জল খুব ঘোলা । |
|
৫ |
ঢের |
বিয়ে বাড়িতে ঢের ঘোড়ার
গাড়ি এল। |
|
৬ |
বুড়ো |
বুড়ো হাতি চলতে পারে না। |
|
শূন্যস্থান পূরণ কর |
|
নং |
শূন্যস্থান |
উত্তর |
|
১ |
……………..বেলা
ধোবা আসে। |
ভোর |
|
২ |
ধোবার বাড়ি………………….। |
গোরাবাজারে |
|
৩ |
গাধার পিঠে……………আছে। |
বোঝা |
|
৪ |
বোঝাতে আছে …….,জামা,মোজ,শাড়ি। |
ধুতি |
|
৫ |
ওর খুড়ো …….ও………..
বেচে। |
সুতো, উল |
|
৬ |
ওর মেসো বেচে …………এর তোড়া। |
ফুল |
|
৭ |
ধোবা ধুতি কাচে……………এ। |
ডোবায় |
|
৮ |
………….ছোলা
খেতে ভালোবাসে। |
গাধা |
|
৯ |
………..বাড়ি আজ বিয়ে। |
কোঠা |
|
১০ |
মেঝো মেসো……………চড়ে আসে। |
হাতি |
|
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
ও উত্তর |
|
নং |
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও
উত্তর |
|
১ |
ধোবা কখন আসে? |
|
উঃ |
ধোবা ভোর বেলা আসে। |
|
২ |
ধোবার বাড়ি কোথায়? |
|
উঃ |
ধোবার বাড়ি গোরাবাজারে। |
|
৩ |
ধোবার খোকা কেমন ? |
|
উঃ |
ধোবার খোকা মোটা ও গাল ফোলা। |
|
৪ |
ধোবার পোষা কি আছে? |
|
উঃ |
ধোবার পোষা একটি গাধা আছে। |
|
৫ |
গাধার পিঠে বোঝাতে কি কি আছে? |
|
উঃ |
গাধার পিঠে বোঝাতে আছে ধুতি, জামা,মোজ,শাড়ি। |
|
৬ |
ধোবার খুড়ো কি কি বেচে? |
|
উঃ |
ধোবার খুড়ো উল ও সুতো বেচে । |
|
৭ |
ধোবার মেসো কি বেচে? |
|
উঃ |
ধোবার মেসো ফুলের তোড়া বেচে। |
|
৮ |
ধোবা কোথায় ধুতি কাচে? |
|
উঃ |
ধোবা ডোবার ঘোলা জলে ধুতি কাচে। |
|
৯ |
গাধা কি খেতে ভালো বাসে? |
|
উঃ |
গাধা ছোলা খেতে ভালোবাসে। |
|
১০ |
কোথায় আজ বিয়ে? |
|
উঃ |
কোঠাবাড়িতে আজ বিয়ে। |
|
১১ |
বিয়ে বাড়িতে কি কি এল? |
|
উঃ |
বিয়ে বাড়িতে গাড়ি,ঘোড়া ও হাতি এল। |
|
১২ |
মেঝো মেসো কি চড়ে এল? |
|
উঃ |
মেঝো মেসো হাতি চড়ে এল। |
|
১৩ |
মেঝো মেসোর নাতি কি চড়ে? |
|
উঃ |
মেঝো মেসোর নাতি কালো ঘোড়া চড়ে। |
|
১৪ |
কার পায়ে ফোড়া? |
|
উঃ |
ঘোড়ার পায়ে ফোড়া। |
|
১৫ |
ঘোড়া কেন ভয় পায়? |
|
উঃ |
ঢাক ও ঢোলের শব্দে ঘোড়া ভয় পায়। |
Previous Class-------------
NEXT CLASS---------------



0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message