Poem Kal Chilo Dal Khali | Class I sahaj path in Bengali | কাল ছিল ডাল খালি (পর্ব-১৭)
রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা “কাল ছিল ডাল খালি”পদ্যটি পড়া,এই পদ্য থেকে শব্দার্থ,বিপরীত শব্দ, বাক্য গঠন,শূন্যস্থান পূরণ ও অতি-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই পর্বে তুলে ধরা হয়েছে।এছাড়া এই বিষয়ের ক্লাসটি ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-
(Download now pdf file below link)
|
কাল
ছিল ডাল খালি, আজ
ফুলে যায় ভরে। বল্
দেখি তুই মালী, হয়
সে কেমন করে। গাছের
ভিতর থেকে করে
ওরা যাওয়া-আসা। কোথা
থাকে মুখ ঢেকে, কোথা
যে ওদের বাসা। থাকে
ওরা কান পেতে লুকানো
ঘরের কোণে। ডাক
পড়ে বাতাসেতে, কী
করে সে ওরা শোনে। দেরি
আর সহে না যে, মুখ
মেজে তাড়াতাড়ি কত
রঙে ওরা সাজে, চলে
আসে ছেড়ে বাড়ি। ওদের
সে ঘর খানি থাকে
কি মাটির কাছে? দাদা
বলে,জানি জানি সে
ঘর আকাশে আছে। সেথা
করে আসা-যাওয়া নানারঙা
মেঘগুলি। আসে
আলো আসে হাওয়া গোপন
দুয়ার খুলি। |
|
শব্দার্থ |
|
নং |
শব্দ |
অর্থ |
|
১ |
খালি |
শূন্য |
|
২ |
ভরা |
পূর্ণ |
|
৩ |
ভিতর |
মধ্যে |
|
৪ |
ঢেকে |
চাপা রাখা |
|
৫ |
বাসা |
ঘর |
|
৬ |
পেতে |
মনযোগে |
|
৭ |
লুকানো |
গোপন করা |
|
৮ |
সহে |
সহ্য করা |
|
৯ |
সাজে |
নবরূপে |
|
১০ |
দুয়ার |
দরজা |
|
বিপরীত শব্দ |
|
নং |
শব্দ |
বিপরীত শব্দ |
|
১ |
কাল |
আজ |
|
২ |
ভরা |
খালি |
|
৩ |
ভিতর |
বাহির |
|
৪ |
যাওয়া |
আসা |
|
৫ |
ঢেকে |
খুলে |
|
৬ |
কাছে |
দূরে |
|
৭ |
দেরি |
তাড়াতাড়ি |
|
৮ |
সহে |
সহে না |
|
৯ |
তাড়াতাড়ি |
ধীরে ধীরে |
|
১০ |
আলো |
আঁধার |
|
বাক্য গঠন কর |
|
নং |
শব্দ |
বাক্য গঠন |
|
১ |
ভরে |
গোলাপ গাছে ফুল ভরে আছে। |
|
২ |
মালী |
বাগানে মালী ফুল তোলে। |
|
৩ |
ঢেকে |
মেয়েটি মুখ ঢেকে আছে। |
|
৪ |
পেতে |
ছেলেটি কান পেতে গল্প শুনছে। |
|
৫ |
নানারঙা |
বাগানে নানারঙা ফুল ফুটেছে। |
|
শূন্যস্থান পূরণ করো |
|
নং |
শূন্যস্থান |
উত্তর |
|
১ |
কাল ছিল ……………খালি। |
ডাল |
|
২ |
আজ ……………যায় ভরে। |
ফুলে |
|
৩ |
………………..ভিতর থেকে করে ওরা যাওয়া-আসা। |
গাছের |
|
৪ |
থাকে ওরা ………………..পেতে লুকানো ঘরের কোণে। |
কান |
|
৫ |
দাদা বলে,জানি জানি সে ঘর …………………আছে। |
আকাশে |
|
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন
ও উত্তর |
|
নং |
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
|
১ |
কাল ডাল কেমন ছিল? |
|
উঃ |
কাল ডাল খালি ছিল। |
|
২ |
আজ ডাল কিসে ভরা? |
|
উঃ |
আজ ডাল ফুলে ভরা। |
|
৩ |
গাছের ভিতর থেকে কারা যাওয়া-আসা
করে? |
|
উঃ |
গাছের ভিতর থেকে ফুলেরা যাওয়া-আসা করে। |
|
৪ |
কারা কান পেতে লুকানো ঘরের কোণে
থাকে? |
|
উঃ |
ফুলেরা কান পেতে লুকানো ঘরের কোণে থাকে। |
|
৫ |
কারা কত রঙে সেজে ওঠে? |
|
উঃ |
ফুলেরা কত রঙে সেজে ওঠে। |
NEXT CLASS---------------



3 মন্তব্যসমূহ
nicee too see
উত্তরমুছুনCavities
what do cavities look like
Pinterest,
উত্তরমুছুনPinterest,
Pinterest,
Pinterest,
Pinterest,
Pinterest,
উত্তরমুছুনPinterest,
Pinterest,
Pinterest,
Pinterest,
Do not Comment any spam Message