Story Shoilo Elo Koi | Class I sahaj path in Bengali | শৈল এল কৈ?
রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা “শৈল এল কৈ?”গদ্যটি পড়া,এই গদ্য থেকে বাক্য গঠন,শূন্যস্থান পূরণ ও অতি-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই পর্বে তুলে ধরা হয়েছে।এছাড়া এই বিষয়ের ক্লাসটি ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-
(Download now pdf file below link)
শৈল এল কৈ? |
শৈল এল কৈ? ঐ-যে আসে ভেলা চড়ে,বৈঠা
বেয়ে।ওর আজ পৈতে। ওরে কৈলাস, দৈ চাই।ভালো ভৈষা দৈ আর কৈ মাছ। শৈল আজ খৈ দিয়ে
দৈ মেখে খাবে। দৈ তো গয়লা দেয়
নি।তৈরি হয় নি।হয়তো বৈকালে দেবে। পৈতে হবে চিঠি পেয়ে মৈনিমাসি আজ এল।মৈনিমাসি বৈশাখ মাসে ছিল
নৈনিতালে।তাকে যেতে হবে চৈবাসা।তার বাবা থাকে গৈলা। গৈলা কোথা? জান না ।গৈলা বরিশালে। সেখানে থাকে বেণী বৈরাগী।এখন সে থাকে
নৈহাটি। |
বাক্য গঠন কর |
নং |
শব্দ |
বাক্য গঠন |
১ |
ভেলা |
শৈল ভেলা চড়ে আসে। |
২ |
পৈতে |
আজ শৈলোর পৈতে হবে। |
৩ |
গয়লা |
গয়লা দুধ দেয়। |
৪ |
চিঠি |
রবি বাবাকে চিঠি লিখেছে। |
৫ |
বৈকালে |
শিশুরা বৈকালে বল খেলে। |
শূন্যস্থান পূরণ কর |
নং |
শূন্যস্থান |
উত্তর |
১ |
শৈল………….চড়ে আসে। |
ভেলা |
২ |
আজ…………..এর পৈতে হবে। |
শৈল |
৩ |
শৈল খৈ ……….দিয়ে মেখে খাবে। |
দৈ |
৪ |
…………দৈ
বৈকালে দেবে। |
গয়লা |
৫ |
মৈনিমাসি বৈশাখ মাসে ছিল………..। |
নৈনিতালে |
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন
ও উত্তর |
নং |
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
১ |
ভেলা চড়ে কে আসে? |
উঃ |
শৈল ভেলা চড়ে আসে। |
২ |
আজ কার পৈতে হবে? |
উঃ |
আজ শৈল এর পৈতে হবে। |
৩ |
শৈল কি দিয়ে কি মেখে খাবে? |
উঃ |
শৈল দৈ দিয়ে খৈ মেখে খাবে। |
৪ |
গয়লা কখন দৈ দেবে? |
উঃ |
গয়লা বৈকালে দৈ দেবে। |
৫ |
মৈনিমাসি বৈশাখ মাসে কোথায় ছিল ? |
উঃ |
মৈনিমাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। |
৬ |
মৈনিমাসিকে কোথায় যেতে হবে? |
উঃ |
মৈনিমাসিকে চৈবাসা যেতে হবে। |
৭ |
মৈনিমাসির বাবা কোথায় থাকে? |
উঃ |
মৈনিমাসির বাবা থাকে গৈলা। |
৮ |
গৈলা কোথায়? |
উঃ |
গৈলা বরিশালে। |
৯ |
বেণী বৈরাগী কোথায় থাকে? |
উঃ |
বেণী বৈরাগী থাকে বরিশালে। |
১০ |
বেণী বৈরাগী এখন কোথায় থাকে? |
উঃ |
বেণী বৈরাগী এখন থাকে নৈহাটি। |
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message