রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা “চুপ করে বসে ঘুম পায় চলো ঘুরে আসি” গদ্যটি পড়া,এই গদ্য থেকে শব্দার্থ,বিপরীত শব্দ,বাক্য গঠন,শূন্যস্থান পূরণ ও অতি-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই পর্বে তুলে ধরা হয়েছে।
Class I sahaj path in Bengali | story Chup Kore Boshe ghum payi | চুপ করে বসে ঘুম পায় চলো ঘুরে আসি (PART-12) Download now pdf file below link
এছাড়া এই বিষয়ের ক্লাসটি ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-
|
চুপ করে বসে ঘুম পায়।চলো,ঘুরে
আসি।ফুল তুলে আনি।আজ খুব শীত।কচু পাতা থেকে টুপ্ টুপ্ করে হিম পড়ে।ঘাস ভিজে।পা ভিজে
যায়।দুখী বুড়ি উনুন-ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুন গুন গান গায়। গুপী টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে।তাকে
চুপি চুপি ডেকে আনি।ওকে নিয়ে যাব কুলবনে।কুল পেড়ে খাব।কুলগাছে টুনটুনি বাসা করে আছে।তাকে
কিছু বলি নে। আজ বুধবার,ছুটি।নুটু তাই খুব খুশী।সেও
যাবে কুলবনে।কিছু মুড়ি নেব আর নুন।চড়িভাতি হবে।ঝুড়ি নিতে হবে।তাতে কুল ভরে নিয়ে বাড়ি
যাব।উমা খুশী হবে।উষা খুশী হবে। বেলা হল।মাঠ ধূ ধূ করে।থেকে থেকে হূ হূ
হাওয়া বয়।দূরে ধূলো ওড়ে।চুনি মালী কুয়ো থেকে জল তোলে,আর ঘুঘু ডাকে ঘূ ঘূ।
|
|
শব্দার্থ |
|
নং |
শব্দ |
অর্থ |
|
১ |
উনুন-ধারে |
আঁচের পাশে |
|
২ |
উবু |
হাঁটু মুড়ে |
|
৩ |
পোহায় |
তাপ নেওয়া |
|
৪ |
বাসা |
ঘর |
|
৫ |
খুশী |
আনন্দিত |
|
৬ |
চড়িভাতি |
বনভোজন |
|
বিপরীত শব্দ |
|
নং |
শব্দ |
বিপরীত শব্দ |
|
১ |
চুপ |
কথা বলা |
|
২ |
আজ |
কাল |
|
৩ |
শীত |
গ্রীষ্ম |
|
৪ |
ভিজে |
শুকনো |
|
৫ |
খুলে |
বন্ধ করে |
|
৬ |
শুয়ে |
বসে |
|
৭ |
খুশী |
দুঃখ |
|
বাক্য গঠন কর |
|
নং |
শব্দ |
বাক্য |
|
১ |
চুপ |
ছেলেটি চুপ করে বসে আছে। |
|
২ |
হিম |
শীতে সকালে হিম পড়ে। |
|
৩ |
গায় |
রাখাল গান গায়। |
|
৪ |
বাসা |
কুলগাছে টুনটুনি বাসা করেছে। |
|
৫ |
খুশী |
উৎসবে সকলে খুশী হয়। |
|
শূন্যস্থান পূরণ কর |
|
নং |
শূন্যস্থান |
উত্তর |
|
১ |
চুপ করে বসে …………………….পায়। |
ঘুম |
|
২ |
……………….পাতা থেকে টুপ্ টুপ্ করে হিম পড়ে। |
কচু |
|
৩ |
দুখী বুড়ি উনুন-ধারে উবু হয়ে বসে …………পোহায়। |
আগুন |
|
৪ |
…………………….গুন গুন গান গায়। |
দুখী বুড়ি |
|
৫ |
…………..টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। |
গুপী |
|
৬ |
কুলগাছে …………………..বাসা করে আছে। |
টুনটুনি |
|
৭ |
……………………নিয়ে চড়িভাতি হবে। |
মুড়ি আর নুন |
|
৮ |
কুল নিয়ে গেলে ………….ও………খুশী হবে। |
উম ও ঊষা |
|
৯ |
বেলা হলে মাঠ ………………….করে। |
ধূ ধূ |
|
১০ |
……………….কুয়ো থেকে জল তোলে। |
চুনি মালী |
|
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন
ও উত্তর |
|
১ |
চুপ করে বসে থাকলে কি পায়? |
|
উঃ |
চুপ করে বসে থাকলে ঘুম পায়। |
|
২ |
কি থেকে টুপ্ টুপ্ করে হিম পড়ে? |
|
উঃ |
কচু পাতা থেকে টুপ্ টুপ্ করে হিম পড়ে। |
|
৩ |
কে উনুন-ধারে উবু হয়ে বসে আগুন পোহায়? |
|
উঃ |
দুখী বুড়ি উনুন-ধারে উবু হয়ে বসে আগুন পোহায়। |
|
৪ |
কে গুন গুন করে গান গায়? |
|
উঃ |
দুখী বুড়ি গুন গুন করে গান গায়। |
|
৫ |
কে খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে? |
|
উঃ |
গুপী টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। |
|
৬ |
কাকে কুলবনে নিয়ে যাবে? |
|
উঃ |
গুপীকে কুলবনে নিয়ে যাবে। |
|
৭ |
কুলগাছে কে বাসা করে আছে? |
|
উঃ |
কুলগাছে টুনটুনি বাসা করে আছে। |
|
৮ |
কি কি নিয়ে চড়িভাতি হবে? |
|
উঃ |
কিছু মুড়ি আর নুন নিয়ে চড়িভাতি হবে। |
|
৯ |
বাড়িতে কুল নিয়ে গেলে কে কে খুশী হবে? |
|
উঃ |
বাড়িতে কুল নিয়ে গেলে উমা ও ঊষা খুশী হবে। |
|
১০ |
কে কুয়ো থেকে জল তোলে? |
|
উঃ |
চুনি মালী কুয়ো থেকে জল তোলে। |



0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message