রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা “ছায়ার ঘোমটা মুখে টানি” কবিতাটি পড়া,এই কবিতা থেকে শব্দার্থ,বিপরীত শব্দ,বাক্য গঠন,শূন্যস্থান পূরণ ও অতি-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর এই পর্বে তুলে ধরা হয়েছে।
Class I sahaj path in Bengali | homework tasks for primary school in Bengali (Part-11) Download now pdf file below link
এছাড়া এই বিষয়ের ক্লাসটি দুটি ভিডিও এর মাধ্যমে করাতে পারেন-
ছায়ার
ঘোমটা মুখে টানি আছে
আমাদের পাড়াখানি । দিঘি
তার মাঝখানটিতে, তালবন
তারি চারি ভিতে ।
বাঁকা
এক সরু গলি বেয়ে জল
নিতে আসে যত মেয়ে । বাঁশগাছ
ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু
ঝুরু পাতাগুলি নড়ে ।
পথের
ধারেতে একখানে হরি
মুদি বসেছে দোকানে । চাল
ডাল বেচে তেল নুন, খয়ের
সুপারি বেচে চুন ।
ঢেঁ
কি পেতে ধান ভানে বুড়ি, খোলা
পেতে ভাজে খই মুড়ি । বিধু
গয়লানী মায়ে পোয় সকালবেলায়
গোরু দোয় ।
আঙিনায়
কানায় বলাই রাশি
করে সরিষা কলাই বড়োবউ
মেঝোবউ মিলে ঘুঁটে
দেয় ঘরের পাঁচিলে ।।
|
শব্দার্থ |
নং |
শব্দ |
অর্থ |
১ |
তারি |
তার |
২ |
চারি |
চারদিক |
৩ |
ভিতে |
জমিতে |
৪ |
সরু |
পাতলা |
৫ |
বেয়ে |
ধারাবাহিক |
৬ |
ঝুঁকে
ঝুঁকে |
নিচু
হয়ে |
৭ |
নড়ে |
কাঁপে |
৮ |
মায়ে
পোয় |
পশুর
দুধ দোয়া |
৯ |
রাশি |
জড়ো
করা |
১০ |
পাঁচিলে |
দেওয়ালে |
বিপরীত
শব্দ |
নং |
শব্দ |
বিপরীত
শব্দ |
|
১ |
আছে |
নেই |
|
২ |
বাঁকা |
সোজা |
|
৩ |
সরু |
মোটা |
|
৪ |
মেয়ে |
ছেলে |
|
৫ |
বেচে |
কেনে |
|
৬ |
ঝুঁকে |
উঁচু
হওয়া |
|
৭ |
বুড়ি |
যুবতী |
|
৮ |
সকাল |
সন্ধ্যে |
|
৯ |
বড়োবউ |
ছোটোবউ |
|
১০ |
ঘরের |
বাইরের |
|
বাক্য
গঠণ কর |
|
||
নং |
শব্দ |
বাক্য |
১ |
ঘোমটা |
মেয়েরা শাড়ি পরে ঘোমটা টানে। |
২ |
দিঘি |
দিঘিতে
পদ্ম ফুটেছে। |
৩ |
বাঁকা |
বাঁকা
পথে পথিক চলে। |
৪ |
বাঁশগাছ |
পথের ধারে বাঁশগাছ রয়েছে। |
৫ |
বুড়ি |
বুড়ি
ঘরের কোনে বসে আছে। |
শূন্যস্থান
পূরণ কর |
নং |
শূন্যস্থান
পূরণ কর |
উত্তর |
১ |
ছায়ার ……………………মুখে টানি আছে আমাদের পাড়াখানি । |
ঘোমটা |
২ |
……………………..তার মাঝখানটিতে, তালবন তারি চারি ভিতে । |
দিঘি |
৩ |
বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত ………………………। |
মেয়ে |
৪ |
…………………………….ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে । |
বাঁশগাছ |
৫ |
পথের ধারেতে একখানে ………………………………বসেছে দোকানে । |
হরি
মুদি |
৬ |
………………………….বেচে তেল নুন, খয়ের সুপারি বেচে চুন । |
চাল
ডাল |
৭ |
………………….পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি । |
ঢেঁ
কি |
৮ |
………………………………..মায়ে পোয় সকালবেলায় গোরু দোয় । |
বিধু
গয়লানী |
৯ |
আঙিনায় ……………………………… রাশি করে সরিষা কলাই
। |
কানায়
বলাই |
১০ |
বড়োবউ মেঝোবউ মিলে ………………………..দেয় ঘরের পাঁচিলে |
ঘুঁটে |
অতি-সংক্ষিপ্ত
প্রশ্ন ও উত্তর |
১ |
কার ঘোমটা
মুখে টানি ? |
উঃ |
ছায়ার ঘোমটা মুখে
টানি । |
২ |
পাড়ার মাঝখানে
কি আছে ? |
উঃ |
পাড়ার মাঝখানে দিঘি
আছে । |
৩ |
দিঘির চারিদিকে
কি আছে ? |
উঃ |
তালগাছের বন |
৪ |
কারা দিঘিতে
জল নিতে আসে ? |
উঃ |
মেয়েরা দিঘিতে জল
নিতে আসে । |
৫ |
কোন গাছের
পাতা ঝুরু ঝুরু হয়ে পড়ে ? |
উঃ |
বাঁশগাছের পাতা ঝুরু
ঝুরু হয়ে পড়ে। |
৬ |
পথের ধারেতে
কার একখানা দোকান আছে ? |
উঃ |
পথের ধারেতে হরিমুদির
একখানা দোকান আছে । |
৭ |
হরিমুদি
কি কি বেচে ? |
উঃ |
হরিমুদি চাল,ডাল,তেল,নুন,খয়ের,সুপারি
ও চুন বেচে । |
৮ |
বুড়ি কি
পেতে ধান ভাঙে ? |
উঃ |
বুড়ি ঢেঁকি পেতে ধান ভাঙে । |
৯ |
বুড়ি কি
পেতে খইমুড়ি ভাজে ? |
উঃ |
বুড়ি খোলা পেতে খইমুড়ি
ভাজে । |
১০ |
গয়লানীর
মান কি ? |
উঃ |
গয়লানীর নাম বিধু
। |
১১ |
কারা সরিষা
কলাই রাশি করে ? |
উঃ |
কানাই বলাই সরিষা
কলাই রাশি করে । |
১২ |
বড়োবউ মেঝোবউ
মিলে কি করে ? |
উঃ |
বড়োবউ মেঝোবউ মিলে
ঘুটে দেয় ঘরের পাঁচিলে । |
PREVIOUS CLASS------------------------
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message