তৃতীয় শ্রেণী
বিষয়-বাংলা (গদ্য)
শব্দার্থ
ই-শিক্ষার মাধ্যমে আপনার শিশুর বাংলা শব্দার্থ শেখান।এই পর্বে তৃতীয় শ্রেণীর বাংলা পাঁচটি গদ্যের শব্দার্থ তুলে ধরেছি যা নিচে উল্লেখ করা হয়েছে।এছাড়া প্রয়োজনে ভিডিও এর মাধ্যে ক্লাসটি করাতে পারেন।অভ্যাস করানোর জন্য নিচের pdf file ডাউনলোড করে নিন ।
১) গদ্য-সত্যি সোনা
নং |
শব্দ |
অর্থ |
১ |
দরকার |
প্রয়োজন |
২ |
অলস |
কুঁড়ে |
৩ |
ফুরিয়ে |
শেষ হয়ে |
৪ |
বুদ্ধিমতী |
চালাক |
৫ |
গড়িমসি |
অনিচ্ছা দেখানো |
৬ |
মজুর |
যারা পয়সা নিয়ে কাজ
করে |
৭ |
কপাল |
ভাগ্য |
৮ |
গর্ব |
অহংকার |
৯ |
ধারণা |
বোধ |
১০ |
রোজগার |
আয় |
২) গদ্য-নিজের হাতে নিজের কাজ
নং |
শব্দ |
অর্থ |
১ |
কুলি |
মুটে |
২ |
লজ্জিত |
লজ্জা পাওয়া |
৩ |
সঙ্কুচিত |
লজ্জাবোধ |
৪ |
অপেক্ষারত |
যিনি অপেক্ষা করছেন |
৫ |
উদ্যত |
প্রবৃত্তি |
৬ |
উদার |
মহৎ |
৭ |
প্রতিজ্ঞা |
শপথ |
৮ |
ক্ষমা |
মার্জনা |
৯ |
সাহায্য |
সহায়তা |
১০ |
স্টেশান |
ট্রেন থামবার স্থান |
৩) গদ্য-দেয়ালের ছবি
নং |
শব্দ |
অর্থ |
১ |
বন |
জঙ্গল |
২ |
সুখ |
আনন্দ |
৩ |
গাঁয়ে |
গ্রামে |
৪ |
আঁধার |
অন্ধকার |
৫ |
আপত্তি |
অমত |
৬ |
ডাগর |
বড়ো |
৭ |
মস্ত |
বিশাল |
৮ |
মুচকি হাসা |
মৃদু হাসা |
৯ |
ভাব |
মিল |
১০ |
তির |
বাণ |
৪) গদ্য-ফুল
নং |
শব্দ |
অর্থ |
১ |
কুঁড়ি |
কলি |
২ |
কাল |
সময় |
৩ |
পরি |
কল্পিত জীব |
৪ |
পোশাক |
জামাকাপড় |
৫ |
চমৎকার |
খুব সুম্দর |
৫) গদ্য-সোনা
নং |
শব্দ |
অর্থ |
১ |
কাঁকন |
চুড়ি |
২ |
ঠিকরোয় |
ছিটকে বেরোয় |
৩ |
চিকচিক |
ঝলমল |
৪ |
আঁচল |
শাড়ির প্রান্ত |
৫ |
সরকার |
প্রশাসন |
৬ |
ভিনগাঁ |
অন্যগ্রাম |
৭ |
তক্কে তক্কে |
সুযোগের অপেক্ষায় |
৮ |
পিচাশ |
নিষ্ঠুর |
৯ |
আশ্চর্য্য |
অবাক |
১০ |
হিরণ্যবক্ষ |
যার বুকে সোনা থাকে |
(Download now pdf file)
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message