Recents in Beach

প্রথম শ্রেণীর সহজপাঠ (আলো হয় গেল ভয় ) পর্ব- ৬

 

প্রথম শ্রেণীর সহজপাঠ (আলো হয় গেল ভয় ) পর্ব- ৬

ই-শিক্ষার মাধ্যমে অতি সহজে প্রথম শ্রেণীর সহজপাঠের (আলো হয় গেল ভয় )কবিতাটি আপনাদের শিশুদের পড়ান এবং অনুশীলন হিসাবে নিচের শূন্যস্থানপূরণগুলি তাদেরকে করতে দিন ।প্রয়োজনে নিচের pdf fileটি ডাউনলোড করে নিন । এছাড়া ভিডিও এর মাধ্যমে শিশুদের বিষয়টি শেখাতে পারেন ।

পর্ব-০৬

আলো হয়,

গেল ভয় ।

চারি দিক

ঝিক্ মিক্ ।

বায়ু বয়

 বন ময় ।

বাঁশ গাছ

 করে নাচ ।

দীঘিজল

 ঝলমল ।

যত কাক

 দেয় ডাক ।

খুদিরাম

 পাড়ে জাম ।

মধুরায়

খেয়া বায় ।

জয়লাল

ধরে হাল ।

অবিনাশ

 কাটে ঘাস ।

ঝাউডাল

 দেয় তাল ।

বুড়ি দাই

 জাগে নাই ।

হরিহর

বাঁধে ঘর ।

পাতুপাল

 আনে চাল ।

দীননাথ

 রাঁধে ভাত ।

গুরুদাস

 করে চাষ ।

 

শূন্যস্থানপূরণ কর

 

নং

শূন্যস্থান

উত্তর

০১

------------- হয়,গেল ভয়

আলো

০২

চারি দিক ---------

ঝিক্ মিক্

০৩

--------- বয় বন ময়

বায়ু

০৪

--------- গাছ করে নাচ

বাঁশ

০৫

---------- ঝলমল

দীঘিজল

০৬

যত -------- দেয় ডাক

কাক

০৭

-----------  পাড়ে জাম

খুদিরাম

০৮

----------  খেয়া বায়

মধুরায়

০৯

--------- ধরে হাল

জয়লাল

১০

--------- কাটে ঘাস

অবিনাশ

১১

----------  দেয় তাল

ঝাউডাল

১২

----------- জাগে নাই

বুড়ি দাই

১৩

---------  বাঁধে ঘর

হরিহর

১৪

--------- আনে চাল

পাতুপাল

১৫

--------- রাঁধে ভাত

দীননাথ

১৬

---------

 করে চাষ

গুরুদাস


উপরের বিষয়টি আপনার শিশুদের কতটা উপকারে এসেছে তা নিচের মন্তব্যে জানাতে ভুলবেন না ।ভালো থাকবেন । 
Download Pdf File------------------------------DOWNLOAD NOW


Previous Class----------------


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ