ই-শিক্ষার মাধ্যমে অতি সহজে প্রথম শ্রেণীর সহজপাঠের (আলো হয় গেল ভয় )কবিতাটি আপনাদের শিশুদের পড়ান এবং অনুশীলন হিসাবে নিচের শূন্যস্থানপূরণগুলি তাদেরকে করতে দিন ।প্রয়োজনে নিচের pdf fileটি ডাউনলোড করে নিন । এছাড়া ভিডিও এর মাধ্যমে শিশুদের বিষয়টি শেখাতে পারেন ।
পর্ব-০৬
|
আলো হয়, গেল ভয় । চারি দিক ঝিক্ মিক্
। বায়ু বয় বন ময় । বাঁশ গাছ করে নাচ । দীঘিজল ঝলমল । যত কাক দেয় ডাক । খুদিরাম পাড়ে জাম । মধুরায় খেয়া বায় । |
জয়লাল ধরে হাল । অবিনাশ কাটে ঘাস । ঝাউডাল দেয় তাল । বুড়ি দাই জাগে নাই । হরিহর বাঁধে ঘর । পাতুপাল আনে চাল । দীননাথ রাঁধে ভাত । গুরুদাস করে চাষ । |
|
শূন্যস্থানপূরণ
কর |
|
নং |
শূন্যস্থান |
উত্তর |
|
০১ |
------------- হয়,গেল ভয় । |
আলো |
|
০২ |
চারি দিক --------- । |
ঝিক্ মিক্ |
|
০৩ |
--------- বয় বন ময় । |
বায়ু |
|
০৪ |
--------- গাছ করে নাচ । |
বাঁশ |
|
০৫ |
---------- ঝলমল । |
দীঘিজল |
|
০৬ |
যত -------- দেয় ডাক । |
কাক |
|
০৭ |
----------- পাড়ে জাম । |
খুদিরাম |
|
০৮ |
---------- খেয়া বায় । |
মধুরায় |
|
০৯ |
--------- ধরে হাল । |
জয়লাল |
|
১০ |
--------- কাটে ঘাস । |
অবিনাশ |
|
১১ |
---------- দেয় তাল । |
ঝাউডাল |
|
১২ |
----------- জাগে নাই । |
বুড়ি দাই |
|
১৩ |
--------- বাঁধে ঘর । |
হরিহর |
|
১৪ |
--------- আনে চাল । |
পাতুপাল |
|
১৫ |
--------- রাঁধে ভাত । |
দীননাথ |
|
১৬ |
--------- করে চাষ । |
গুরুদাস |



0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message