শিশুদের সাধারণ জ্ঞান(পর্ব-১-রঙের বিষয়) আমরা এই পর্বে শিশুদের কয়েকটি রঙ চেনানোর চেষ্টা করবো এবং তা সহজ সরল প্রশ্ন-উত্তরের মাধ্যমে ।যেমন ফুল,ফল,সবজি,পাখি প্রভৃতির রঙের বিষয় ভিত্তিক প্রশ্ন-উত্তর
প্রশ্ন-উত্তর(GK)
১) কাকের রঙ কি ?
উ:-কাকের রঙ কালো।
২) তোতা পাখির রঙ কি?
উ:-তোতা পাখির রঙ সবুজ।
৩) বকের রঙ কি ?
উ:-বকের রঙ সাদা।
৪)কাঁচা আমের রঙ কি?
উ:-কাঁচা আমের রঙ সবুজ।
৫)কলার রঙ কি ?
উ:-কলার রঙ হলুদ।
৬)ডালিমের রঙ কি ?
উ:-ডালিমের রঙ লাল।
৭)গোলাপ ফুলের রঙ কি ?
উ:-গোলাপ ফুলের রঙ গোলাপি।
৮) গাঁদা ফুলের রঙ কি ?
উ:-গাঁদা ফুলের রঙ হলুদ।
৯)বেল ফুলের রঙ কি ?
উ:-বেল ফুলের রঙ সাদা।
১০) বেগুনের রঙ কি ?
উ:-বেগুনের রঙ বেগুনি।
এই পর্বে আমরা ১০টি বিষয়ের মাধ্যমে কিছুটা রঙ চেনানোর চেষ্টা করেছি ।আশা রাখবো এই ভাবে ধারা বাহিক ভাবে সাধারণ জ্ঞান শিশুর মধ্যে প্রবেশ করাতে পারলে শিশু শিক্ষার বিস্তার ঘটবে । এছাড়া অন্যান্য বিষয় যেমন বাংলা গণিত ইংরাজি শিক্ষা পেতে আমাদের সাইটে আসতে পারেন।সকলে ভালো থাকবেন । ধন্যবাদ
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message