ই-শিক্ষার মাধ্যমে দুই
অক্ষরের বাংলা আ কার যোগে শব্দ গঠন শিক্ষার
অতি সহজ সরল উপায় যা ধারাবাহিক ভাবে শিশুদের শেখান ।সম্পূর্ণ বিষয়টি শিশুর উপযোগী করে
তুলে ধরার চেষ্টা করা হয়েছে
প্রথম বর্ণে আ কার যোগে শব্দ গঠন
নিচের কয়েকটি শব্দ লক্ষ্য কর যে গুলির প্রথম বর্ণে আ কার যোগ করা হয়েছে-
মাছ= ম +া + ছ
গাছ= গ +া + ছ
নাচ= ন +া + চ
পাঠ= প +া +ঠ
গান= গ +া + ন
বান= ব +া + ন
রাত= র +া + ত
দান= দ +া + ন
ধান= ধ +া + ন
জাল= জ+া+ল
পান=প+া+ন
আমরা লক্ষ্য করলাম উপরের
প্রত্যেকটি শব্দের প্রথম বর্ণে আ কার যোগ হয়েছে।
শেষ বর্ণে আ কার যোগে শব্দ গঠন
নিচের কয়েকটি শব্দ লক্ষ্য
কর যে গুলির শেষ বর্ণে আ কার যোগ করা হয়েছে-
কলা=ক+ল+া
বলা=ব+ল+া
চলা=চ+ল+া
করা=ক+র+া
ধরা=ধ+র+া
পড়া=প+ড়+া
ফলা=ফ+ল+া
জমা=জ+ম+া
শখা=শ+খ+া
জলা=জ+ল+া
ঘটা=ঘ+ট+া
লতা=ল+ত+া
আমরা লক্ষ্য করলাম উপরের
প্রত্যেকটি শব্দের শেষ বর্ণে আ কার যোগ হয়েছে।
দুটি বর্ণে আ কার যোগে শব্দ গঠন
নিচের কয়েকটি শব্দ লক্ষ্য
কর যে গুলির দুটি বর্ণে আ কার যোগ করা হয়েছে-
বাবা=ব+া+ব+া
মামা=ম+া+ম+া
চাচা=চ+া+চ+া
কাকা=ক+া+ক+া
রাজা=র+া+জ+া
জানা=জ+া+ন+া
তারা=ত+া+র+া
সাদা=স+া+দ+া
নানা=ন+া+ন+া
গাধা=গ+া+ধ+া
মাচা=ম+া+চ+া
থানা=থ+া+ন+া
আমরা লক্ষ্য করলাম উপরের
প্রত্যেকটি শব্দের দুটি বর্ণে আ কার যোগ হয়েছে।এবার কিছু এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের
শব্দ গঠন শিখবো
এলোমেলো বর্ণ সাজিয়ে লেখ
নিচের কিছু এলোমেলো বর্ণ
দেওয়া হলো এই গুলি সাজিয়ে লেখ –
সমস্যা ও সমাধান
ন বা=বান
ত রা=রাত
ন দা=দান
ন ধা=ধান
ল জা=জাল
ন পা=পান
লা ক=কলা
লা ব=বলা
লা চ=চলা
রা ক=করা
রা ধ=ধরা
ড়া প=পড়া
লা ফ=ফলা
মা জ=জমা
খা শ=শখা
লা জ=জলা
টা ঘ=ঘটা
তা ল=লতা
জা রা=রাজা
না জা=জানা
রা তা=তারা
দা সা=সাদা
ধা গা=গাধা
চা মা=মাচা
না থা=থানা
উপরের ঐ এলোমেলো বর্ণ
গুলি খাতায় লিখে আপনার শিশুর বার বার অভ্যাস করান এবং সম্পূর্ণ ক্লাসটি ভিডিও আকারে
দেখতে নিচের ভিডিওটি আপনার শিশুর দেখতে সাহায্য করুন।
আশা রাখছি উপরের আ কার যোগে শব্দ গঠনের ভিডিও ক্লাসটি আপনার
শিশুর দেখতে সহযোগিতা করেছেন।সম্পূর্ণ ক্লাসটি করার পর আপনার শিশু কি শিখলো তা আমাদের
জানাতে ভুলবেন না।ভালো থাকবেন সাথে থাকবেন এবং সম্ভব হলে আমাদের ইউটুব চ্যানেলটি
SUBSCRIBE করবেন ।ধন্যবাদ
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message