Recents in Beach

ঈ-কার যোগে শব্দ গঠন (পর্ব-৩)/ Learn Bengali Two Letter Words/Bangla Sabdo Garthon/2 Letter Words

ঈ-কার যোগে শব্দ গঠন (পর্ব-৩)
ঈ-কার যোগে শব্দ গঠন এর পর্ব-(৩) এই পর্বে দুই অক্ষরের শব্দের কিছু অনুশীলন তুলে ধরা হয়েছে । যেমন-১)এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ঈ-কার শব্দ গঠন করা ,২) ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করা,৩)একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ঈ কার শব্দ গঠণ করা।




১)এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ঈ-কার শব্দ গঠন করা



নিম্নের কিছু এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ঈ কার শব্দ গঠন করতে হবে 
১)এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ঈ-কার শব্দ গঠন করা
যেমন- ট  কী,ব  জী, র  তী, নী  রা, গী  রা-এই গুলি সাজিয়ে লিখতে হবে ।আমরা যদি এই গুলি সাজিয়ে লিখি তাহলে যে শব্দ গুলি তৈরী হবে তা হল---
ট  কী=কীট
ব  জী=জীব
র  তী=তীর
নী  রা=রানী
গী  রা=রাগী
মরা শিখলাম এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ঈ-কার যোগে শব্দ গঠন করা। এবার আমরা শিখবো---

২) ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করা

নিম্নের কিছু ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে দুই অক্ষরের ঈ কার শব্দ গঠন করতে হবে 
২) ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করা
যেমন- ধী.........,বী.........,ভী..........,মী..........,শী............,এই গুলির ফাঁকা ঘরে বর্ণ বসাতে হবে। আমরা যদি ফাঁকা ঘরে বর্ণ বসায় তাহলে যে শব্দ গুলি তৈরী হবে তা হল---ধী...র......,
বী.....র....,
ভী......ম....,
মী......র....,
শী......ত......
মরা শিখলাম ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে দুই অক্ষরের ঈ-কার যোগে শব্দ গঠন করা। এবার আমরা শিখবো---

৩)একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ঈ কার শব্দ গঠণ করা।

নিম্নে কিছু একটি করে বর্ণ দেওয়া আছে ঐ গুলি দিয়ে দুই অক্ষরের ঈ কার যোগে শব্দ গঠন করতে হবে------
৩)একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ঈ কার শব্দ গঠণ করা।

৩)একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ঈ কার শব্দ গঠণ করা।
যেমন- ধী,বী,ভী,মী,শী,কী,জী,তী,দী,চী-এই গুলি দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন করতে হবে।আমরা যদি এই গুলি দিয়ে শব্দ গঠন করি তা হলে যে শব্দ গুলি তৈরি হবে তা হল-
ধী=ধীর
বী=বীর
ভী=ভীম
মী=মীর
শী=শীত
কী=কীট
জী=জীব
তী=তীর
দী=দীন
চী=চীর
মরা শিখলাম একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ঈ-কার যোগে শব্দ গঠন করা। আজকের ক্লাসের পূর্বে আমরা শিশুদের ঈ-কার যোগে শব্দ শেখানোর জন্য আরও দুটি ক্লাস তৈরি করেছি তা অধ্যায়ণ এর জন্য এখানে প্রবেশ করুন-ঈ-কার যোগে শব্দ ১)পর্ব-১       ২)পর্ব-২
আজকের এই সম্পূর্ণ ক্লাসটি আরও সহজ সরল ভাবে বোঝানোর জন্য আমরা ভিডিও ক্লাস তৈরি করেছি যা দেখলে আপনার শিশুর বাংলা শিক্ষায় ঈ-কার যোগে শব্দ চেনা ও জানা সহজ হয়ে উঠবে।
নিচের ভিডিও ক্লাসটি আপনার শিশুর  সম্পূর্ণ দেখতে সাহায্য করুন।
উপরের সম্পূর্ণ ক্লাসটি নিশ্চয় আপনি আপনার শিশুর দেখতে সাহায্য করেছেন ।তাই আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ ।আর একটি অনুরোধ চ্যানেলটি সম্পূর্ণ ফ্রী তে subscribe করবেন ।
ভিডিও এর মাধ্যমে শিশুর শিক্ষা দিতে আমাদের শিশু শিক্ষার channel -1   ও  channel-2  অনুশরণ করতে পারেন। আমাদের ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারের ।ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ