Recents in Beach

ই-শিক্ষার মাধ্যমে শিশুদের শেখান উ কার যোগে শব্দ গঠন করা


উ কার যোগে শব্দ গঠন করা

ই-শিক্ষার মাধ্যমে শিশুদের  উ কার যোগে শব্দ গঠন করা  শেখানোর অতি সহজ পদ্ধতি ।
উ কার যোগে শব্দ গঠন শিক্ষা সহজ সরল করে তুলে ধরার জন্য সম্পূর্ণ বিষয়টি শ্রেণী বিন্যাসের উপর ভিত্তি করে আলোচনা করছি।এখন আমরা প্রথম শ্রেণীর উপযোগি করে বিষয়টি তুলে ধরছি যা অধ্যায় করলে  প্রথম শ্রেণীর শিশুরা অতি সহজে উ-কার যোগে শব্দ চিনে ফেলতে পারবে।
ই-শিক্ষার মাধ্যমে শিশুদের শেখান উ কার যোগে শব্দ গঠন করা

প্রথমে জানতে হবে উ-কার কি ?

আমরা সকলে জানি উ-হল একটি স্বরবর্ণ ,যাকে উচ্চারণ করার জন্য অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না কিন্তু ব্যঞ্জন বর্ণ (ক,খ,গ ,ঘ ইত্যাদি) উচ্চারণের জন্য স্বরবর্ণের প্রয়োজন তাই “কার”চিহ্নের বিষয়টি চলে আসে।


“উ” স্বরবর্ণের কার চিহ্ন হল-“” যা শব্দ গঠনের সময় ব্যঞ্জনবর্ণের নিচে ঝুলিয়ে দেওয়া হয়।
উ কার শব্দ গঠনে প্রথম শ্রেণীর ক্লাস
প্রথম শ্রেণীর উ কার যোগে শব্দ গঠন শেখানোর জন্য আমরা দুই অক্ষরের শব্দ বেছে নিয়েছি এরং ঐ শব্দ গুলি চেনানো ওশেখানোর জন্য আমরা তিনটি পর্বে ভাগ করে ছবি,লিখিত ও ভিডিও এর মাধ্যমে শেখাতে চেষ্টা করেছি-
পর্ব-১:এই পর্বে শিশুদের দুই অক্ষরের উ কার শব্দ পড়ানো ও চেনানোর চেষ্টা করা হয়েছে।
পর্ব-২:এই পর্বে দুটি অনুশীলন রাখা হয়েছে -১)প্রথম বর্ণে উ কার যোগ করা (২)শেষ বর্ণে উ কার যোগ করা।
পর্ব-৩:এই পর্বে তিনটি অনুশীলন রাখা হয়েছে-১)এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা (২)ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে দুই অক্ষরের উ কার যোগে শব্দ গঠন করা(৩)একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের উ কার যোগে শব্দ গঠন করা।
এবার আমরা উ কার যোগে শব্দ গঠনের তিনটি পর্ব বিস্তারিত জানবো-
পর্ব-১
উ কার যোগে শব্দ গঠনের প্রথম পর্বে আমরা নিচের শব্দ গুলি কয়েকবার পড়বো এবং শব্দ গুলি চেনার চেষ্টা করবো ।তার পর কয়েক বার আমরা নিচের ভিডিওটি দেখবো ।এই ভাবে শব্দ গুলি দেখলে ও পড়লে প্রথম দৃষ্টিতে শিশুদের উ কার যোগে শব্দের প্রাথমিক ধারোনা এসে যাবে।
 কুল ,খুব,গুন,ঘুম,চুল,ছুট,জুতা,ঝুল,টুল,ডুব,তুষ,দুই,ধুম,ফুল ,কটু,গরু,তরু,পটু,দাদু,কাকু,ঝাড়ু,মধু,ভলু,রাজু,লালু,ঢালু,ধনু,নিচু
পর্ব-১পর্ব-১
প্রথমে আমরা উপরের শব্দ গুলি কয়েকবার পড়ার চেষ্টা করবো এবং নিচের ভিডিওটি মনযোগ দিয়ে দেখবো 



এই ভাবে কয়েক বার ভিডিও টি দেখলে অতি সহজে আমরা উ কার শব্দ চিনে ফেলবো। এবার আমরা দ্বিতীয় পর্ব শিখবো-

পর্ব-২
উ কার যোগে শব্দ গঠনের দ্বিতী পর্বে আমরা দুটি অনুশীলন শিখবো-
সমস্যা-১)নিচের বর্ণ দুটির মধ্যে প্রথম বর্ণে উ(ু)কার যোগ কর
পর্ব-২-নিচের বর্ণ দুটির মধ্যে প্রথম বর্ণে উ(ু)কার যোগ কর

পর্ব-২-নিচের বর্ণ দুটির মধ্যে প্রথম বর্ণে উ(ু)কার যোগ কর

সমাধান-
সমস্যা-২)নিচের বর্ণ দুটির মধ্যে শেষ বর্ণে উ(ু)কার যোগ কর
পর্ব-২-নিচের বর্ণ দুটির মধ্যে শেষ বর্ণে উ(ু)কার যোগ কর

পর্ব-২-নিচের বর্ণ দুটির মধ্যে শেষ বর্ণে উ(ু)কার যোগ কর

সমাধান-
দুটি অনুশীনে কনোরূপ সমস্যা হলে নিচের ভিডিওটি দেখে নাও


আশা করছি ভিডিওটি দেখার পর সহজে সমস্যা দুটি সমাধান করতে কোনো অসুবিধা হয় নি ।এবার আমরা পর্ব -৩ এর অনুশীলন শিখবো –

পর্ব-৩
উ কার যোগে শব্দ গঠনের তৃতীয় পর্বে আমরা তিনটি অনুশীলন শিখবো-
সমস্যা-১)নিচের এলোমেলো বর্ণ দুটি সাজিয়ে দুই অক্ষরের শব্দ গঠন কর
পর্ব-৩-নিচের এলোমেলো বর্ণ দুটি সাজিয়ে দুই অক্ষরের শব্দ গঠন কর

পর্ব-৩-নিচের এলোমেলো বর্ণ দুটি সাজিয়ে দুই অক্ষরের শব্দ গঠন কর

সমাধান-
সমস্যা-২)নিচের ফাঁকা ঘরে একটি করে বর্ণ বসিয়ে দুই অক্ষরের শব্দ গঠন কর
নিচের ফাঁকা ঘরে একটি করে বর্ণ বসিয়ে দুই অক্ষরের শব্দ গঠন কর

নিচের ফাঁকা ঘরে একটি করে বর্ণ বসিয়ে দুই অক্ষরের শব্দ গঠন কর

সমাধান-
সমস্যা-৩)নিচে একটি করে বর্ণ দেওয়া আছে তা দিয়ে দুই অক্ষরের উ কার শব্দ গঠন কর
নিচে একটি করে বর্ণ দেওয়া আছে তা দিয়ে দুই অক্ষরের উ কার শব্দ গঠন কর

নিচে একটি করে বর্ণ দেওয়া আছে তা দিয়ে দুই অক্ষরের উ কার শব্দ গঠন কর

সমাধান-
উপরের তিনটি অনুশীলন করতে কোনো রুপ অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নাও

আশা রাখছি তোমরা নিঃশ্চয় ভিডিওটি দেখার পর তিনটি সমস্যার সমাধান করে ফেলোছো।
উপরে উল্লেখিত উ কার যোগে শব্দ গঠনের ধারাবাহিকতা শিশুর উ কার যোগে শব্দ গঠন শিক্ষা সহজ করে তুলবে।
পূর্বের ক্লাস “ঈ”কার যোগে শব্দ গঠন শিক্ষা পেতে নিচের তিনটি পর্ব দেখুন-
এছাড়া কেবলমাত্র ভিডিওর মাধ্যমে বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে  শিশুর শিক্ষা দিতে নিচের প্লে-লিষ্ট গুলি শিশুদের হাতে তুলে দিতে পারেন-
বাংলা              গণিত             ইংরাজি

উপরে উল্লেখিত প্লে-লিষ্ট গুলি শিশুর কাজের মনে হলে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ ফ্রী তে সাবসক্রাইব করে অল নটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আরও একটি বিষয় আমাদের শিশুর শিক্ষাদের পদ্ধতিটি ভালো লাগলে  বা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাবেন আমরা যথাযত উওর দেওয়ার চেষ্টা করবো।ভালো থাকবেন সুস্থ্য থাকবেন সাথে থাকবেন ।।ধন্যবাদ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ