Recents in Beach

শিশুদের বর্ণপরিচের দ্বিতীয় ভাগের ফলা যুক্ত ছড়া শেখান/যুক্ত বর্ণ দিয়ে ছড়া

 

শিশুদের বর্ণপরিচের দ্বিতীয় ভাগের  ফলা যুক্ত ছড়া শেখান/যুক্ত বর্ণ দিয়ে ছড়া

ই-শিক্ষার মাধ্যমে শিশুদের বর্ণপরিচের দ্বিতীয় ভাগের রেফ() দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে ছড়া শেখান এবং প্রয়োজন হলে নিচের লিঙ্ক থেকে pdf ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন । এই যুক্ত বর্ণ দিয়ে ছড়াগুলি শিশুদের ফলা যুক্ত শব্দ শিখতে সহজ করে তুলবে ।

রেফ () যোগে ছড়া

 

 

সর্প রে তোর দর্প দেখে

বেজায় হাসি পায়,

সকল দর্প চূর্ণ হবে

একটি লাঠির ঘায় ।

 

 

গ্রীষ্ম গেল, বর্ষা এল,

হর্ষে কোলাব্যাং

নির্ঝরের তীরে বসি

গায় গ্যাঙর-গ্যাং ।

 

অপরূপ রূপ এ কী

ধরেছে বিসর্গ,

মাথা-দুটি গোলাকার

গলাখানি দীর্ঘ ।

 

 

দর্পণে নিজের মুখ

করিয়া দর্শন

আমাদের ‘টেবি’কীবা

হর্ষে নিমগন ।

 

ণ-ফলা যোগে ছড়া

 

 

তৃষ্ণাতে যে ছাতি ফাটে,

যাতনায় মরি,

উষ্ণ জল পাই যদি

তাও পান করি ।

 

 

কী হেতু বিষণ্ণ তুমি

বিপদ-সময়,

সহিষ্ণু হইলে পরে

নাহি কোনো ভয় ।

 

সেজে-গুজে বিষ্ণুবাবু

আসিলেন ধীরে,

উকিলের শামলা এক

শোভে তাঁর শিরে ।

 

 

কৃষ্ণ,তুমি এসো কাল

অপরাহ্ন বেলা,

মাঠে গিয়ে করব সুখে

হাডু-ডুডু খেলা ।

 

ব-ফলা যোগে ছড়া

 

 

শ্বশুরবাড়ি গিয়ে ‘বিশে’

হল বিশ্বনাথ;

কৌচে বসে বাতাস খায়

দুলিয়ে লম্বা হাত ।

 

 

কী মধুর ধ্বনি আজ

শুনিবারে পাই;

কে বাজায় বাঁশি,চলো

অম্বেষণে যাই ।

 

রেগে জ্বলে মরে হাতি

জোরে ফেলে শ্বাস,

এখনি আসিবে তেড়ে ,

হতেছে বিশ্বাস ।

 

 

পরিপক্ক বেদানাটি

দেখিতে যেমন,

সু-রসাল দানাগুলি

আস্বাদে তেমন ।

 

ম-ফলা যোগে ছড়া

 

 

গ্রীষ্ম বুঝি একেবারে

ভস্ম করে ভাই,

হেন গ্রীষ্ম আর কখনো

জন্মে দেখি নাই ।

 

 

চোখের চাহনি আর

দেখি বাঁকা নাক,

আত্মীয়-স্বজন সবে

বিস্ময়ে অবাক ।

 

খোঁপা-ভরা পদ্মফুল

আসিছে রুক্মিণী,

ছদ্মবেশ ধরি যেন

পরিদের রানি ।

 

 

অকস্মাৎ করে খুন

ছোরার আঘাতে;

দুরাত্মারে ধরে দাও

পুলিশের হাতে ।

 

ন-ফলা যোগে ছড়া

 

 

স্নেহলতা মা আমার

মগ্ন আছেন সুখে,

জ্যোৎস্না-রাশি খেলা করে

মায়ের চাঁদমুখে ।

 

 

অগ্নি জ্বালি’ রান্না করো

কলায়ের শুঁটি,

সব অন্ন পড়ে আছে

খাও দুটি-দুটি ।

 

ফটকের নিম্ন দিয়া

সোজা যাও চলে,

আহ্নিক করিয়া এসো

জাহ্নবীর জলে ।

 

 

আঁধার ঘরের রত্ন আমার

বুক-জুড়ানো ধন;

যত্ন করে তাইতো বুকে

করেছি ধারণ ।

 

য-ফলা যোগে ছড়া

 

 

রাজ্য মাঝে মহা ধুম,

বাদ্য বাজে দুমাদুম;

হাস্যমুখে ছেলেপিলে

নৃত্য করে সবাই মিলে ।

 

 

খাদ্য বিনা মরে লোক

শস্য নাই ঘরে,

জাহাজে উঠিয়া পড়ো

বাণিজ্যের তরে ।

 

লাবণ্য সুবোধ অতি

পাঠ্যে সদা মন;

আলস্যে করে না কাল

বিফলে যাপন ।

 

 

কী জন্য এ তলোয়ার

হাতে তবে ধরি,

রাজ্যে যদি অত্যাচার

করে এসে অরি ।

 

র-ফলা যোগে ছড়া

 

শীঘ্র চলো ছুটে যাই

আশ্রয়ের তরে,

বজ্র পড়ে কড়্-কড়্

প্রাণ কাঁপে ডরে ।

আম্র ফল দেখে টুনুর

চোখে নিদ্রা নাই,

যত তার ঘ্রাণ ছোটে

তত খাই-খাই ।

সভ্য হলেন ব্যাঘ্র-মশাই

গ্রামের মাঝে এসে,

হত্যা ছেড়ে দিলেন মন

লেগাপড়ায় শেষে ।

লোমে ভরা চমরী গাই

বক্র দুটি শিং,

বেত্রের আঘাতে নাচে

তিড়িং-মিড়িং ।

 

ল-ফলা যোগ ছড়া

 

একটু আগে খোকনমণির

মুখটি ছিল ম্লান,

এরই মধ্যে সোনার জাদু

আহ্লাদে আটখান ।

দুঃখ ক্লেশ নাহি কিছু

পেচকের মনে

টপাটপ গেলে ব্যং

অম্লান বদনে ।

উল্লুক হাসিয়া খুন

ভল্লুকে দেখিয়া,

“এসো দাদা”বলে গলা

ধরে জড়াইয়া ।

উল্লাসেতে দুই জনে

করে কলরব;

সবে ভাবে, পশুরাজ্য

ঘটিল বিপ্লব ।

 

 বর্ণপরিচের দ্বিতীয় ভাগের রেফ() দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে,-ফলা দিয়ে ছড়াগুলি শেখানোর  প্রয়োজন হলে  pdf ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন ।

               ভিডিও ক্লাস-subscribe now  

(Download Now)

Previous class--------------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ