Recents in Beach

Bangla Poem for school Kids/ছোটদের বাংলা কার বিহীন ও কার যুক্ত কবিতা

 



ই-শিক্ষার মাধ্যমে স্কুল শিশুদের বাংলা কবিতা শেখান কার বিহীন ও কার যুক্ত । নিচে কিছু কার বিহীন ও কার যুক্ত কবিতা উল্লেখ করেছি-যেমন-অ যুক্ত কবিতা, আ কার যুক্ত কবিতা, ই কার যুক্ত কবিতা, ঈ কার যুক্ত কবিতা, উ কার যুক্ত কবিতা, ঊ কার যুক্ত কবিতা, ঋ কার যুক্ত কবিতা, এ কার যুক্ত কবিতা, ঐ কার যুক্ত কবিতা, ও কার যুক্ত কবিতা, ঔ কার যুক্ত কবিতা প্রভৃতি ।

 

  

১) অ দিয়ে বাংলা কবিতা

ঝড় হয় বনময়

বনপথ জলময়

চলঘর বড় ভয়

অজগর বনময়।।

২)আ কার দিয়ে বাংলা কবিতা

পাকা পেঁপে ভরা রস

আম আর আনারস

পাকা কত কাল জাম

দুই টাকা তার দাম ।।

 

৩)ই কার দিয়ে বাংলা কবিতা

মিলিমিশি করি কাজ

হারিজিতি নাহি লাজ

দাদা আমি পড়ি বই

মিলিমিশি খাই খই।।

৪)ঈ কার দিয়ে বাংলা কবিতা

সমীরণ ধায় ধীর

নদী তীর যায় বীর,

নীল পাখি গীত গায়

বসি নদী তীর ।।

৫)উ কার দিয়ে বাংলা কবিতা

রাখাল বাজায় বাঁশি

পিছুপিছু যায় গরু

মাঠ ভরা কচি ঘাস

ঘাস খায় গরু ।।

৬)ঊ কার দিয়ে বাংলা কবিতা

নূতন নূপুর গীতার পায়

হাসি হাসি বধূ চায়

নূতন ভূষন পরি

ধূপ দিয়া পূজা করি ।।

৭)ঋ কার দিয়ে বাংলা কবিতা

কৃষক কৃপন অতি

তৃণ নাহি দেয়

কৃশকায় বৃষ তাই

গৃহপানে চায় ।।

৮)এ কার দিয়ে বাংলা কবিতা

আমাদের দেশে হবে

সেই ছেলে কবে ?

কথায় না বড় হয়ে

কাজে বড় হবে ।।

 

৯)ঐ কার দিয়ে বাংলা কবিতা

বিয়ে বাড়ি হৈ চৈ

কেউ খায় খৈ দৈ

হাতে খৈ পাতে দৈ

তবু বলে কৈ কৈ ।।

১০)ও কার দিয়ে বাংলা কবিতা

তোড়া হাতে খোকা যায়

বোকা লোক বোঝা বয়

ঘোড়ায় চেপে মোদের খোকা

আনতে যায় সোনার তোতা ।।

১১)ঔ কার দিয়ে বাংলা কবিতা

নৌকা করে বৌ এসেছে

কৌটা হাতে নিয়ে

মৌরি গৌরী দৌড়ে এলো

ঘোমটা মাথায় দিয়ে ।।

উপরের কবিতা গুলি আপনার শিশুর পড়তে সহযোগীতা করুন।আশা করছি আপনাদের মাধ্যমে আপনার শিশুরা কবিতা গুলি অতি সহজে শিখে ফেলবে ।ভালো থাকবেন ধন্যবাদ 

Next class---------

শিশুদের বর্ণপরিচের দ্বিতীয় ভাগের  ফলা যুক্ত ছড়া শেখান/যুক্ত বর্ণ দিয়ে ছড়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ