শিশুর প্রথম বর্ণমালা (অ-ঔ) পর্যন্ত ধারাবাহিক ভাবে ধাপে ধাপে শিশুর তালে তাল রেখে আমরা শেখানোর উদ্দ্যোগ নিয়েছি যা আপনার শিশুর বর্ণ চিনতে সহজ সরল করে তুলবে আমরা আশা রাখি।
লিখিত অক্ষর ও ভিডিও এর মাধ্যমে সম্পূর্ণ বর্ণমালা চেনাতে আমরা কয়েকটি পাঠে ভাগ করে তুলে ধরার চেষ্টা করেছি যা ধারাবাহিকতার সহিদ আপনার শিশুকে শেখাতে পারলে আমরা গর্ব বোধ করবো।
পর্ব -১ এই পর্বে নিচের স্বরবর্ণ গুলি ছবিসহ ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যা দুই চারবার আপনার শিশুকে দেখার সুযোগ করে দিলে প্রথম দৃষ্টিতে (অ-ঔ)বর্ণমালার উপর সাধারণত শিশুর প্রাথমিক ধারনার জন্ম নেবে।
অ আ ই ঈ উ ঊ
ঋ ঌ এ ঐ ও ঔ
এই বর্ণ গুলি দুই এক বার শিশুদের আপনার সাথে সাথে পড়তে বা খেলার ছলে বলতে বলুন তবে চাপ দেবেন না এবার খেলার ছলে শিশুদের নিচের ভিডিওটি বা এই ধরনের ভিডিওটি দেখতে দিন ।
0 মন্তব্যসমূহ
Do not Comment any spam Message