Recents in Beach

Home Work Tutoring Bengali Two Letter Words/এ কার যোগে শব্দ গঠন

 

Home Work Tutoring Bengali Two Letter Words/এ কার যোগে শব্দ গঠন

ই-শিক্ষার মাধ্যমে বাংলা  দুই অক্ষরের শব্দের হোম ওয়ার্ক এ কার যোগে শব্দ গঠন করা শেখান ।এ কার যোগে শব্দ গঠন শিক্ষা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ বিষয়টি চারটি পর্বে তুলে ধরেছি স্লাইট শো ও ভিডিও এর মাধ্যমে ।

পর্ব-১ এ কার যোগে দুই অক্ষরের শব্দ পড়া ও চেনা

এই পর্বে কিছু দুই অক্ষরের  এ কার যোগে শব্দ তুলে ধরে প্রত্যেকটি শব্দ বিশ্লেসন করে পড়ানোর   চেষ্টা করেছি যে গুলি নিচের স্লাইড শো ও ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়েছে । আপনারা যদি আপনাদের শিশুদের আমাদের মাধ্যমে শিক্ষা দিতে চান তবে নিচের  স্লাইড শো ও ভিডিও দেখতে সাহায্য করুন ।  নিচের স্লাইড শো ও ভিডিওটি কয়েক বার দেখলে আপনার শিশু প্রথমিক দৃষ্টিতে এ কার যোগে শব্দ চিনে যাবে



পর্ব-২ এ কার যোগে আরও কিছু  দুই অক্ষরের শব্দ পড়া ও চেনা

এই পর্বে  আরও কিছু দুই অক্ষরের  এ কার যোগে শব্দ তুলে ধরা হয়েছে সেগুলি হল –প্রথম,শেষ ও দুটি বর্ণে এ(ে)কার যুক্ত শব্দ পড়ানোর   চেষ্টা করেছি যে গুলি নিচের স্লাইড শো ও ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়েছে । আপনারা যদি আপনাদের শিশুদের আমাদের মাধ্যমে শিক্ষা দিতে চান তবে নিচের  স্লাইড শো ও ভিডিও দেখতে সাহায্য করুন ।  নিচের স্লাইড শো ও ভিডিওটি কয়েক বার দেখলে আপনার শিশু এ কার যোগে শব্দ চিনে যাবে



পর্ব-৩ বাংলা  দুই অক্ষরের শব্দের হোম ওয়ার্ক এ কার যোগে শব্দ গঠন

এই পর্বে  এ কার যোগে শব্দ গঠনের হোম ওয়ার্ক হিসাবে দুটি অনুশীলন তুলে ধরা হয়েছে-(১) প্রথম,শেষ ও দুটি বর্ণে এ(ে)কার চিহ্ন যোগ কর । (২) এলোমেলো বর্ণ সাজিয়ে এ কার যোগে শব্দ লেখ । এই দুটি অনুশীলন সমাধান সহ নিচের স্লাইড শো  ও একটি ভিডিও এর মাধ্যমে তুলে ধরা হয়েছে । এই দুটি অনুশীলন আপনার শিশুর হোম ওয়ার্ক নোট কপিতে লিখে দিন এবং সমাধান করতে বলুন । অসুবিধা হলে দুই একবার স্লাইট শো ও ভিডিওটি দেখান ।



পর্ব-৪ বাংলা  দুই অক্ষরের শব্দের  আরও দুটি হোম ওয়ার্ক এ কার যোগে শব্দ গঠনের

এই পর্বে  এ কার যোগে শব্দ গঠনের হোম ওয়ার্ক হিসাবে  আরও দুটি অনুশীলন তুলে ধরা হয়েছে-(১) ফাঁকা ঘরে একটি বর্ণ বসিয়ে এ কার যোগে শব্দ লেখ (২) একটি বর্ণ দিয়ে এ কার যোগে দুই অক্ষরের শব্দ লেখ । এই দুটি অনুশীলন সমাধান সহ নিচের স্লাইড শো  ও একটি ভিডিও এর মাধ্যমে তুলে ধরা হয়েছে । এই দুটি অনুশীলন আপনার শিশুর হোম ওয়ার্ক নোট কপিতে লিখে দিন এবং সমাধান করতে বলুন । অসুবিধা হলে দুই একবার স্লাইট শো ও ভিডিওটি দেখান ।



শিশু শিক্ষার ধারা বাহিক বিষয় নিয়ে আমরা আপনাদের শিশুর শিক্ষার সহযোগীতায় এগিয়ে এসেছি ।যদি আমাদের শিক্ষা দেওয়ার পদ্ধতিতে কনোরুপ ভুল হয়ে থাকে তবে মাফ করে দেবেন এবং আপনার মতামত প্রকাশ করবেন । আর আমাদের শিক্ষা ব্যবস্থার পদ্ধতিতে আপনার শিশুর উপকারে আসে তবে আশীর্বাদ করতে ভুলবেন না এবং সম্ভব হলে আমাদের Youtube Channelটি Subscribe করে আমাদের কাজের উৎসাহ বাড়াবেন । ভালো থাকবেন ধন্যবাদ।।

PREVIOUS CLASS-ঋ কার যোগে শব্দ গঠন

NEXT CLASS- ঐ কার দিয়ে শব্দ গঠন

এছাড়া আমাদের নিচের ভিডিও ক্লাসের প্লে-লিষ্ট অনুশরণ করতে পারেন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ